Advertisment

নিশ্চিন্তে থাকার দিন শেষ! কলকাতায় ৩ করোনা আক্রান্তের হদিশ, সংক্রমিত ৬ মাসের শিশুও

ফের কলকাতায় করোনা আক্রান্তের হদিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
5 new covid cases in kolkata

KP.2: উদ্বেগ বাড়াচ্ছে করোনা।

ফের কলকাতায় করোনা আক্রান্তের হদিশ। আক্রান্ত তিনজনের মধ্যে রয়েছে মাস ছ'য়েকের একটি শিশুও। আপাতত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুটি। কোভিড আক্রান্ত বাকি দু'জনের চিকিৎসা চলছে শহরে দু'টি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই তিন কোভিড আক্রান্তের শরীর থেকে নমুনা সংগ্রহ করে কল্যাণীর ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। তিনজন করোনার জেএন. ১ ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা তা জানতে নমুনার জিনোম সিকোয়েন্স করা হবে।

Advertisment

আশঙ্কাটা বাড়ছিল কিছুদিন ধরেই। এবার সেই আশঙ্কাই হল সত্যি। আবারও বাংলায় ঢুকে পড়ল করোনা। এবার কলকাতার তিনজনের শরীরে মিলল করোনাভাইরাস। দেশে আবার মাথাচাড়া দিচ্ছে ভয়াল করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সাড়ে তিনশোরও বেশি কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে।

যদিও আক্রান্তদের সিংহভাগই কেরলের বাসিন্দা। নতুন করে দক্ষিণের ওই রাজ্যে তিনশোজন কোভিড আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে ৬ জনের। কেন্দ্রীয় সরকারের তরফে আবারও রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন এবার করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন. ১-এর জেরে বাড়ছে সংক্রমণ। আবারও বেশ কয়েকটি রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সব মিলিয়ে নতুন করে করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে দেশজুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগে রয়েছে। যদিও এখনও পর্যন্ত নয়া এই ভ্যারিয়েন্টকে প্রাণঘাতী বলা যাচ্ছে না। তবে পরিস্থির দিকে সতর্কভাবেই নজর রাখা হচ্ছে।

coronavirus kolkata news West Bengal
Advertisment