Advertisment

গুজরাটে বসেই বিরাট নাশকতার ছক? ধৃত বাংলার ৩ যুবকের আল কায়েদা যোগ স্পষ্ট

আল কায়দা জঙ্গি সন্দেহে এবার গুজরাটে গ্রেফতার বাংলার তিন যুবক।

author-image
IE Bangla Web Desk
New Update
3 youths from bengal arrested in gujarat on charges of associated with al qaeda

আল কায়েদা জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগে গুজরাটে ধৃত বাংলার দুই যুবক।

আল কায়দা জঙ্গি সন্দেহে এবার গুজরাটে গ্রেফতার বাংলার তিন যুবক। ধৃতদের মধ্যে দু'জনের বাড়ি পূর্ব বর্ধমানে। ধৃত এক যুবক হুগলির তারকেশ্বরের বাসিন্দা। ধৃতদের নাম শুকুর আলি, আমান মালিক ও সইফ নওয়াজ। গোপন সূত্রে খবর পেয়ে রাজকোটের সোনিবাজার থেকে তিনজনকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতদের স্থানীয় আদালতে তোলা হয়। তাদের ১৪ দিনের এটিএস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisment

জানা গিয়েছে, ধৃত তিনজনের মধ্যে শুকুর আলি ও সইফ নওয়াজের বাড়ি পূর্ব বর্ধমানে। ধৃত আমান মালিক তারকেশ্বরের বাসিন্দা। গুজরাট এটিএসের পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতদের সঙ্গে জঙ্গি সংগঠন আল কায়দার যোগ রয়েছে বলে তাঁরা সন্দেহ করছেন। টেলিগ্রাম সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে আল কায়দার জঙ্গি নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ গড়ে ওঠে বলে জানতে পেরেছে পুলিশ। তাদের কাছ থেকে একাধিক জেহাদি কার্যকলাপের বই মিলেছে বলেও দাবি পুলিশের।

আরও পড়ুন- লরির ধাক্কায় খুদে পড়ুয়ার মৃত্যু, তুমুল বিক্ষোভ, গাড়ি-ভাঙচুর আগুন

ধৃত শুকুর আলির বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নং ব্লকে। নাদনঘাটের ঘোলা এলাকার বাসিন্দা শুকুর আলি। শুকুরের বাড়িতে তার মা-বাবা দু'জনেই রয়েছেন। গুজরাটে জঙ্গি যোগে ছেলের গ্রেফতারি জেনে তার পরিবারের সদস্যরা অবাক! বাবা-মা দু'জনেরই দাবি, তাঁদের ছেলের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ নেই।

গত বছর কালীপুজোর সময় বাড়ি থেকে গুজরাটের রাজকোটের উদ্দেশে রওনা দেন শুকুর। তারপর এখনও সে বাড়ি ফেরেনি। এলাকায় যতদিন ছিল ধর্ম ও নামাজ পাঠে তাঁর ভীষণ আগ্রহ ছিল বলে জানিয়েছেন তার বাবা। শুধু পরিবারই নয়, শুকুরের প্রতিবেশীরাও মনে করেন শুকুরকে ফাঁসানো হয়েছে।

police gujrat Arrested
Advertisment