পুজোয় সুখবর, ৭ বছর পর ৩০ টন পদ্মার ইলিশ বাংলায়

বাংলাদেশের আশ্বাস আগামী কয়েকদিন ওপার থেকে এপারে ঢুকবে প্রায় ২৪ টন করে ইলিশ। শেষবার ২০১২ সালে বাংলাদের থেকে এত বিপুল পরিমান ইলিশ মাছ ভারতে এসেছিল।

বাংলাদেশের আশ্বাস আগামী কয়েকদিন ওপার থেকে এপারে ঢুকবে প্রায় ২৪ টন করে ইলিশ। শেষবার ২০১২ সালে বাংলাদের থেকে এত বিপুল পরিমান ইলিশ মাছ ভারতে এসেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
hilsa

বাংলায় এল পদ্মার ইলিশ। ছবি: উৎসব মণ্ডল

উৎসবে এপারের বাঙালিকে ওপারের উপহার। বাংলাদেশ থেকে প্রায় সাত বছর পর ভারতে এল ৩০.৫ টন পদ্মার ইলিশ। সোমবার রাতে সীমান্ত পেরিয়ে পেট্রাপোলে এসে পৌঁছায় ইলিশ বোঝাই ট্রাক। এতেই শেষ নয়। বাংলাদেশের আশ্বাস আগামী কয়েকদিন ওপার থেকে এপারে ঢুকবে প্রায় ২৪ টন করে ইলিশ।

Advertisment

ভোজন প্রিয় বাঙালির পাতে ফের আবার পড়তে চলেছে পদ্মার ইলিশ। দীর্ঘ ৭ বছর পরে ফের পদ্মার ইলশের স্বাদ নেবে পশ্চিমবঙ্গের বাঙালি। এপারের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা উপলক্ষে এদিন ইলিশ পাঠাল হাসিনা সরকার। শেষবার ২০১২ সালে বাংলাদের থেকে এত বিপুল পরিমান ইলিশ মাছ ভারতে এসেছিল। প্রথম ধাপে আজ ৮ টি লরিতে মোট ৩০.৫ টনের মত ইলিশ এসে পৌঁছাল পেট্রাপোলে।

Advertisment

আরও পড়ুন: দুর্গা নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সূত্রের খবর, আগামী অক্টোবর মাসের দশ তারিখের মধ্যে "নাজ (NAAZ) ইমপেক্স প্রাইভেট লিমিটেড" নামে এক আমদানি সংস্থার মাধ্যমে প্রতিদিন ২৪ টন করে মোট ৫০০ টন ইলিশ এপার বাংলায় আসবে শেখ হাসিনার দেশ থেকে। ইলিশের ওজন ১ কিলোগ্রাম থেকে ২ কিলোগ্রামের মধ্যে হবে। প্রতি কিলোগ্রাম ৬ ডলার করে বাংলাদেশ থেকে কেনা হয়েছে। যা ভারতীয় মুদ্রায় ৪০০ টাকার মত।

publive-image বাংলাদেশ থেকে প্রায় সাত বছর পর ভারতে এল ৩০ টন পদ্মার ইলিশ। ছবি: উৎসব মণ্ডল

পেট্রাপোল থেকে প্রথমে ইলিশ গুলি যাবে হাওড়ার মাছ বাজারে। সেখান থেকে বড় বাজার, বেহালা, পাতিপুকুর কলকাতা ও সংলগ্ন অঞ্চলের বিভিন্ন বাজারে পৌঁছায়। খুচরো বাজারে পুজোর আগে বাঙালি প্রতি কেজি ইলিশ পাবে প্রায় ৮০০ থেকে ১২০০ টাকা কেজি দরে।

India Bangladesh