সাগরের বুকে ফুঁসছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। সময় যত এগোচ্ছে শক্তি ততই বাড়ছে এই ঘূর্ণিঝড়ের। শনিবার রাতেই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে প্রবল শক্তিধর ঘূর্ণিঝড় 'রেমাল'। পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ধেয়ে আসছে রেমাল। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়টির উপর গভীর পর্যবেক্ষণে আবহাওয়াবিদদের ধারণা, রবিবার মাঝরাতে অসীম শক্তি নিয়ে এই ঘূর্ণিঝড় সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে উপকূলবর্তী কোনও জায়গায় আছড়ে পড়তে পারে। সেই সময় হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় ১৩৫ কিলোমিটার। তবে 'রেমাল' আসার আগেই তার প্রভাব শুরু বাংলার জেলায়-জেলায়।
ভোররাত থেকেই বৃষ্টি শুরু একাধিক জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় চলছে বৃষ্টি। বেলা গড়ালে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে রেমাল। মৌসম ভবন জানিয়েছে, রেমালের প্রভাব থেকে বাদ যাবে না কলকাতাও। রবিবার বেলা যত বাড়বে দুর্যোগও ততই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলাতেও প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। সোমবার থেকে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও। বাংলায় লাল সতর্কতা জারি মৌসম ভবনের। কলকাতা-সহ ৬ জেলায় রবিবার রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর।
কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরেও আজ প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘণ্টায় ২০-৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বিকেলের পর থেকেই ঘণ্টাত ৪০-৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে বলেই সতর্ক করেছে আবহাওয়া দফতর। রবিবার মাঝরাতে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়।
আরও পড়ুন Cyclone Remal News: আয়লা, আমফান, ইয়াস আর এবার রেমাল, বার বার কেন মে মাসেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে?
রবিবার মাঝরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিমি বেগে আছড়ে পড়তে পারে 'রেমাল'। কলকাতায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে রয়েছে রেমাল। ক্যানিং থেকে তার দূরত্ব ২৬০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব।