মঙ্গলবার ফের কেঁপে উঠল উত্তরবঙ্গ। সকাল ১০.৪০ নাগাদ কম্পণ অুভূত হয়েছে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুলি ও আলিপুরদুয়ারের বেশ কিছু অঞ্চলে। এদিন অল্প সময়ের ব্যবধানে দু'বার কম্পনের জেরে উত্তরবঙ্গজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।
সোমবার রাতের পর মঙ্গলবার সকাল ৭.০৭ মিনিটে ফের কেঁপে ওঠে উত্তরবঙ্গের মাটি। রিখটার স্কেলে এবারের তীব্রতা ছিল ৪.১. কম্পনের উপকেন্দ্র ছিল জলপাইগুড়ি শহরের কাছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। এই কম্পন সোমবার রাতের কম্পনের আফটার শক বলে মনে করা হচ্ছে।
সোমবার রাত ৮.৫০ মিনিটে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গের মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। কম্পনের উপকেন্দ্র ছিল পেডংয়ের কাছে ভারত ভুটান সীমান্তে। গতকাল থেকে তিনবারের কম্পণে এখনও উত্তর বাংলায় কোথাউ কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন