/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/Coal-block-accident.jpg)
খোলামুখ খনিতে কয়লা চুরি করতে গিয়ে চাপা পড়লেন চার ব্যক্তি। ছবি- অনির্বাণ কর্মকার
খোলামুখ খনিতে কয়লা চুরি করতে গিয়ে চাপা পড়লেন চার ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত চারজন। চলছে উদ্ধারকার্য। এই ঘটনায় দুর্গাপুরের লাউদোহা এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটে মাধাইপুর খোলামুখ খনিতে।
বুধবার ভোররাতে মাধাইপুর খোলামুখ খনিতে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। কয়লার নিচে চাপা পড়েব একাধিক জন। অবৈধভাবে কয়লা চুরি করতে গিয়ে এই ঘটনা বলে স্থানীয় সূত্রে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। দ্রুত উদ্ধারের দাবিতে ছড়ায় উত্তেজনা। উত্তেজনার আশঙ্কায় ঘটনাস্থলে আসে বিশাল সংখ্যক পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ।
প্রথমে কিশোর বাউড়ি নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সূত্র মারফত জানা গেছে, আনাহরি বাউড়ি (৫০), শ্যামল বাউরি (২৩ ), নটবর বাউরি (২৫) ও পিংকি বাউরি নামে চারজনের দেহ উদ্ধার হয় কয়লা সরিয়ে। আহত ও মৃত সকলেই একই পরিবারের বলে স্থানীয়রা জানান।
লাউদোহায় খোলামুখ খনিতে কয়লা চাপা পড়ে মৃত চার, এলাকায় উত্তেজনা। pic.twitter.com/lpKSf1VlpH
— Indian Express Bangla (@ieBangla) January 26, 2022
আরও পড়ুন ফের চালু হচ্ছে ‘দুয়ারে সরকার’-‘পাড়ায় পাড়ায় সমাধান’, দিন ঘোষণা নবান্নের?
তাঁদের আরও অভিযোগ, যবে থেকে খোলামুখ খনি হয়েছে তখন থেকেই এখানে অবৈধভাবে কয়লা চুরি হয়। প্রতিদিন ভোর রাতে চলে চুরির ঘটনা । প্রশাসন চুরি বন্ধে আগে ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা ঘটতো না বলে স্থানীয়রা জানান।