Advertisment

তুমুল সমালোচনায় নড়ল টনক, মালদা-কাণ্ডে পুলিশের বিরুদ্ধে বেনজির অ্যাকশন!

মালদহ-কাণ্ডে অবশেষে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া অ্যাকশন।

author-image
IE Bangla Web Desk
New Update
4 police personel has been closed in maldah adibasi women torture case

প্রতীকী ছবি।

মালদহ-কাণ্ডে অবশেষে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া অ্যাকশন। বামনগোলা থানার আইসি-সহ ৪ পুলিশ আধিকারিককে ক্লোজ করা হল। ৪ পুলিশ আধিকারিককে পাঠানো হল পুলিশ লাইনে। হাটে লেবু বিক্রি করতে গিয়ে চোর অপবাদ জোটে ২ মহিলার। আদিবাসী ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করা হয়। পুলিশ জেনেও প্রথমে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। উল্টে নিগৃহীত ২ মহিলাকেই পুলিশ গ্রেফতার করে। তীব্র সমালোচনার মুখে ঘটনার ৯ দিন পর অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন জেলা পুলিশ সুপার।

Advertisment

গত সপ্তাহের মঙ্গলবার মালদার একটি হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই আদিবাসী মহিলা। সেখানেই ওই দুই মহিলাকে আচমকা কিছু মানুষ চোর বলে ধাওয়া করে। এরপরই ভরা বাজারে ওই দুই মহিলাকে ধরে বিবস্ত্র করে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। জুতো দিয়ে পেটানোর পাশাপাশি কিল, ঘুঁষি চড়-থাপ্পড় মারা হয়। বিবস্ত্র অবস্থায় ওই দুই মহিলাকে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে।

আরও পড়ুন- তৃণমূল ‘তেঁতো’ হল কেন? কেনই বা এত ‘মিষ্টি’ বিজেপি? বলেই ফেললেন শুভেন্দু!

সিভিক ভলেন্টিয়ারদের উপস্থিতিতে এলাকার বেশ কিছু পুরুষ ও মহিলারা বিবস্ত্র অবস্থায় ওই দুই মধ্য বয়স্ক মহিলাকে গণপিটুনি দিতে থাকে। এদিকে, ওই দুই নির্যাতিতাকেই পরে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছিল। যদিও পরে ওই দুই নির্যাতিতাকে জামিনে মুক্তি দেয় মালদ জেলা আদালত।

আরও পড়ুন- বিজেপির অন্দরেই উঠছে ‘সেটিং’ তত্ত্ব! তুমুল বিক্ষোভে পদ খোয়ানো মণ্ডল সভাপতিরা

নির্যাতিতা দুই মহিলাকে গ্রেফতারের পর থেকেই পুলিশের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল। অবশেষে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিল মালদা জেলা পুলিশ। ক্লোজ করা হল বামনগোলা থানার আইসি-সহ ৪ পুলিশ আধিকারিককে। তাঁদের পুলিশ লাইনে পাঠানো হল।

police Maldah West Bengal
Advertisment