Earthquake hits Leh in Ladakh:মায়ানমারের পর ভারত, হঠাৎ প্রবল কম্পন, তীব্র আতঙ্কে ছড়াল চরম চাঞ্চল্য

Ladakh Earthquake Updates: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে ভূমিকম্পটি বিকেল ৫:৩৮ মিনিটে হয়েছিল, যার কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

Ladakh Earthquake Updates: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে ভূমিকম্পটি বিকেল ৫:৩৮ মিনিটে হয়েছিল, যার কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Earthquake in various areas of Duars including Jalpaiguri, ভূমিকম্প, জলপাইগুড়িতে ভূমিকম্প

প্রতীকী ছবি

Earthquake in Ladakh: মায়ানমারে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের লেহ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। ভূমিকম্পের জেরে স্থানীয় মানুষদের মধ্যে ছড়িয়ে পরে চূড়ান্ত আতঙ্ক। অনেকেই প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে রাস্তায় ছুটে আসেন। তবে স্বস্তির বিষয় হলো, এই ভূমিকম্পে প্রাণহানি বা সম্পত্তির কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Advertisment

মঙ্গলবার সন্ধ্যায় কেঁপে উঠল লেহ-র একটা বড় অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে ভূমিকম্পটি বিকেল ৫:৩৮ মিনিটে হয়েছিল, যার কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, "কম্পনটি হঠাৎ অনুভূত হয়েছিল এবং কয়েক সেকেন্ড স্থায়ী হয়। আমরা ছোটখাটো ভূমিকম্পে অভ্যস্ত, কিন্তু এবার কম্পনটি বেশ শক্তিশালী ছিল।" কম্পন অনুভূত হওয়ার সাথে সাথেই মানুষ তাদের বাড়িঘর এবং দোকান থেকে বেরিয়ে নিরাপদ স্থানে ছুটে যেতে শুরু করেন। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। হিমালয় পার্বত্য অঞ্চলে আগামী দিনে আরও বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন যে ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেটের মধ্যে ক্রমাগত সংঘর্ষের প্রক্রিয়ার কারণে হিমালয় পার্বত্য অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছরে এই অঞ্চলে ভূমিকম্পের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে লাদাখ এবং হিমালয় পার্বত্য অঞ্চলের সর্বদা সতর্ক থাকা উচিত।

earthquake Earthquake in India Ladakh