New COVID cases in Kolkata: আবারও করোনা (Coronavirus) নিয়ে আতঙ্ক মহানগরী কলকাতায়। গত ৭ দিনে কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন। আতঙ্ক তৈরি করেছে করোনার নয়া উপজাতি KP.2। ইতিমধ্যেই করোনার নয়া এই ধরন মহারাষ্ট্রে হু হু করে ছড়াতে শুরু করেছে। এখনও পর্যন্ত মারাঠাভূমে করোনার এই নতুন প্রজাতির ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ৯১ জনের শরীরে।
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত এই ৫ জনের হদিশ মিলেছে। প্রত্যেকেই অস্ত্রোপচারের জন্য একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানা গিয়েছে। অস্ত্রোপচারের আগে হাপাতালে রুটিনমাফিক পরীক্ষাতেই ওই ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। যদিও এরাঁ করোনার নয়া উপজাতি KP.2 আক্রান্ত হয়েছিলেন কিনা তা জিনোম সিকোয়েন্স হলে জানা যাবে।
আরও পড়ুন- Eastern Railway: অভাবনীয় পদক্ষেপ পূর্ব রেলের! যাত্রী স্বার্থে যুগান্তকারী তৎপরতার ভূয়সী প্রশংসা
স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে উদ্বেগ কিছুটা বেড়েছে। যদিও বিষয়টি নিয়ে উদ্বেগের তেমন কোনও কারণ নেই হলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই গোটা বিশ্বে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। এটি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে ফের মাস্ক ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন তাঁরা।