Advertisment

অগ্নিগর্ভ শান্তিনিকেতন, শিশুকে অপহরণ-খুনের অভিযোগ, প্রতিবেশীর ছাদ থেকে দেহ উদ্ধার

বাগুইআটি কাণ্ডের ছায়া এবার শান্তিনিকেতনে।

author-image
IE Bangla Web Desk
New Update
5 years child body recovered from roof of neighbor in shantiniketan

অভিযুক্ত রুবি বিবির বাড়িতে আগ্নিসংযোগ উত্তেজিত জনতার। ছবি- অশিস মণ্ডল

পাঁচ বছরের শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। উত্তপ্ত শান্তিনিকেতনের মোলডাঙ্গা এলাকা। খবর ছড়িয়ে পড়তেই, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা। আগুনও ধরিয়ে দেওয়া হয় রুবি বিবির বাড়িতে।

Advertisment

অভিযোগ, গত রবিবার বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে পাড়ার মধ্যেই নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের শিশু শিবম ঠাকুর। এলাকাজুড়ে খোঁজাখুঁজি শুরু হয়। থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ কুকুর দিয়ে তল্লাশিও চালানো হয়। কিন্তু পাওয়া যায়নি। শেষ পর্যন্ত এ দিন পচা গন্ধ পেয়ে খোঁজাখুঁজি হলে শিশুটির প্রতিবেশীর ছাদ থেকে মেলে বস্তাবন্দি শিবমের দেহ। ওই শিশুকে অপহরণ করে খুন করা হয়েছে বলে দাবি গ্রামবাসদের।

গ্রামবাসীদের নিশানায় পুলিশের গড়িমশি। পুলিশ কুকুর নিয়ে এলেও কেন ওই প্রতিবেশীর বাড়িতে তল্লাশি করল হল না তা নিয়ে প্রশ্ন তাদের। অন্যদিকে এই প্রশ্নও উঠছে যে, ঘটনার ৪৮ ঘন্টা পর উদ্ধার হয় মৃতদেহ। তাহলে কী অন্য কোথাও খুন করে দেহ পরে প্রতিবেশীর ছাদে ফেলে রাখা হয়েছিল? পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রুবি বিবিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

মোলডাঙ্গাতে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Birbhum West Bengal Police shantiniketan
Advertisment