Malda: নাবালক হলেও হাবভাব দেখেই সন্দেহ পুলিশের, কাছে যেতেই চোখ কপালে দুঁদে আধিকারিকদের

Malda News: পুলিশ সূত্রে খবর, গাজোলের কদুবাড়ি মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক থেকে সন্দেহজনকভাবে বিহারের একটি গাড়িকে চিহ্নিত করে তাতে অভিযান চালানো হয়। পুলিশি অভিযানে আসে বড়সড় সাফল্য।

author-image
Madhumita Dey
New Update
Brown sugar recover from malda

নাবালক হলেও হাবভাব দেখেই সন্দেহ পুলিশের, কাছে যেতেই চোখ কপালে দুঁদে আধিকারিকদের Photograph: (ফাইল)

Malda News:মালদার গাজোলে জাতীয় সড়কের ধারে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার ব্রাউন সুগার। শনিবার সন্ধ্যায় গোপনসূত্রে খবর পেয়ে  গাজোল থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার।

Advertisment

পুলিশ সূত্রে খবর, গাজোলের কদুবাড়ি মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক থেকে সন্দেহজনকভাবে বিহারের একটি গাড়িকে চিহ্নিত করে তাতে অভিযান চালানো হয়।  পুলিশি অভিযানে আসে বড়সড় সাফল্য। উদ্ধার হয় লক্ষাধিক টাকার ব্রাউন সুগার। 

আটক করা গাড়ি থেকে উদ্ধার হয় ৫১৩ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয় দুজনকে। যার মধ্যে রয়েছে একজন নাবালক। ধৃত দুজনের নাম রাহুল কুমার বয়স ২৫ ও ছোট্টু কুমার বয়স ১৫ বছর। ধৃত দুজনের বাড়ি বিহারের তেত্রী এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদক গুলি মালদা থেকে বিহারের উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি পাচারের উদ্দেশ্যে ব্যবহৃত গাড়িটিকেও আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

Malda