এই নিয়ে পাঁচবার ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়াল রাজ্য সরকার। সোমবার ফের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ৭ মাস বাড়ানোর ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। রবিবারই শেষ হয়েছিল বর্তমান বেতন কমিশনের মেয়াদ। মেয়াদ বাড়িয়ে ৩১ ডসেম্বর, ২০১৯ পর্যন্ত করা হয়েছে।
রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ২০১৫ সালের নভেম্বরে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। এরপর থেকে পাঁচবার কমিশনের মেয়াদ বাড়ানো হল।
সরকারি নির্দেশিকা
সোমবার, ২৭ মে, রাজ্যপালের নির্দেশে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত মুখ্যসচিব এইচকে দিবেদী এক নির্দেশিকা জারি করে আরও ৭ মাস কমিশনের মেয়াদ বৃদ্ধি করেন।
এর আগে দু'বার এক বছর করে এবং দু'বার ছ'মাস করে মেয়াদ বাড়ানো হয়েছিল ষষ্ঠ বেতন কমিশনের।