Advertisment

Operation Nanhe Farishtey: ভারতীয় রেলের মুকুটে জুড়ল নয়া পালক, অভাবনীয় উদ্যোগে গর্বে বুক ভরে যাবে!

রেলের আরও এক চমকে দেওয়ার মত কীর্তি সামনে এল।

author-image
IE Bangla Web Desk
New Update
Railway Protection Force, RPF, Rescued 84,119 children, Railway stations, Nanhe Faristey, Indian railways

ভারতীয় রেলের মুকুটে জুড়ল নয়া পালক, অভাবনীয় উদ্যোগে গর্বে বুক ভরে যাবে

Operation Nanhe Farishtey: রেল স্টেশন ও ট্রেনে তীক্ষ্ণ নজরদারি গত সাত বছরে বছরে 'অপারেশন Nanhe Farishte'-এর অধীনে ৮৪,১১৯ টি শিশুকে উদ্ধার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)।

Advertisment

দক্ষিণ-পূর্ব রেলের একাধিক স্টেশনে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। যাত্রী স্বাচ্ছন্দ্যে আরও গতি আনতে যেমন একাধিক পরিকল্পনা করছে রেল। ঠিক তার পাশাপাশি যাত্রী সুরক্ষাতেও দেওয়া হচ্ছে বাড়তি নজর। আর এবার তার সুফল মিলেছে হাতে নাতে। গত সাত বছরে রেলের বিশেষ 'অপারেশন Nanhe Farishte'-এর অধীনে ৮৪,১১৯ টি শিশুকে উদ্ধার করা হয়েছে বলেই জানিয়েছে ভারতীয় রেল।

ভারতীয় রেলওয়ের বিভিন্ন অঞ্চলে শিশু পাচার রোধে এক যুগান্তকারী পরিকল্পনা হাতে নিয়েছে। 'অপারেশন Nanhe Farishte'- সেই লক্ষ্যেই গঠিত এক মিশন। বেশ কয়েক বছর ধরে চলছে রেলের তরফে আয়োজিত এই বিশেষ অপারেশন। রেলের তরফে সম্প্রতি দেওয়া এক পরিসংখ্যান অনুসারে গত সাত বছরে (২০১৮-মে ২০২৪) পর্যন্ত RPF বিশেষ এই অপারেশনের অধীনে ৮৪ হাজারের বেশি শিশুকে উদ্ধার করেছে বিভিন্ন স্টেশন ও চলন্ত ট্রেন থেকে। তাদের কেউ গৃহহীন, কেউ মানসিক বিকারগ্রস্ত, কেউবা ঘরছাড়া।

রেল মন্ত্রকের মতে, অপারেশন Nanhe Farishte'- শুধুমাত্র একটি 'অপারেশন'ই নয়, হাজার হাজার শিশুকে সুস্থ ভবিষ্যতের লক্ষ্যে পৌঁছাতে 'এক মিশন' হিসাবে কাজ করছে।

আরও পড়ুন - < 'সব কা সাথ, সব কা বিকাশ বন্ধ করো!', শুভেন্দুর মন্তব্যে রাজ্য রাজনীতিতে ঝড় >

২০১৮ সালে, রেলের তরফে বিশেষ এই ‘অপারেশন Nanhe Farishte'- ’-এর সূচনা হয়েছিল। এই অপারেশনের অধীনে আরপিএফ গত এক বছরে বছর মোট ১৭, ১১২টি শিশুকে বিভিন্ন স্টেশন ও চলন্ত ট্রেন থেকে থেকে উদ্ধার করেছে। এর মধ্যে ১৩,১৮৭ টি শিশু ছিল ঘরছাড়া। ২১০৫ জন নিখোঁজ, ৪০০ জন অনাথ, ৮৭ জন অপহৃত, ৭৮ জনকে মানসিক প্রতিবন্ধী এবং ১৩১ জন গৃহহীন শিশু। ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে, ৪৬০৭ টি শিশুকে উদ্ধার করেছে RPF।

RPF এই প্রচেষ্টার মাধ্যমে, শুধুমাত্র শিশুদের উদ্ধার করেনি বরং পলাতক এবং নিখোঁজ শিশুদের দুর্দশার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেছে। RPF- এই অপারেশনের পরিধি ক্রমাগত বাড়াতে শুরু করেছে। একই সঙ্গে প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ভারতের বিশাল রেলওয়ে নেটওয়ার্কে শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।

indian railway RPF
Advertisment