Advertisment

শক্ত চোয়ালে কঠিন লড়াই! গেরুয়া ঝাণ্ডায় সবুজ-ঝড় ঠেকাতে প্রত্যয়ী পঁচাশির উমারাণী

বরাবর বিজেপির একনিষ্ঠ সমর্থক বৃদ্ধার গোটা পরিবার।

author-image
IE Bangla Web Desk
New Update
85 year old Uma Rani Devi is contesting on panchayat election from kanksa

বিজেপির ঝাণ্ডা হাতে পঁচাশি বছরের উমারাণী দেবী।

বরাবর বিজেপির একনিষ্ঠ সমর্থক তাঁদের পরিবার। বছর পঁচিশ আগে তাঁর স্বামীর হাত ধরেই পশ্চিম বর্ধমানের কাঁকসায় বিজেপির সংগঠন তৈরি হয়েছিল। তিনি নিজেও আজ থেকে ২০ বছর আগে সিপিএমের বিরুদ্ধে ভোটের মাঠে লড়ে জিতেছিলেন। আজ ৮৫ বছর বয়সেও চোয়াল শক্ত উমারাণী দেবীর। এবার তৃণমূলকে হারাতে ফের একবার গেরুয়া ঝাণ্ডা হাতে নিয়েছেন তিনি। পশ্চিম বর্ধমানের কাঁকসার ধোবাঘাটা থেকে বিজেপির টিকিটে এবারের পঞ্চায়েত ভোটে লড়ছেন নব্বইয়ের দোরগোড়ায় পৌঁছনো উমারাণী দেবী।

Advertisment

আজ থেকে ২০ বছর আগে উমারাণী দেবী সিপিএমের বিরুদ্ধ লড়েছিলেন কাঁকসার আমলাজোড়ার বিহারপুর থেকে। তবে এবার তাঁর লড়াই ধোবাঘাটা থেকে। বিজেপি তাঁকে নির্বাচনে লড়ার টিকিট দিয়েছে। বৃদ্ধার কথায়, 'আমার স্বামী সিপিমের সন্ত্রাসের মোকাবিলা করেই বিজেপি করতেন। কয়েকজনকে সঙ্গে নিয়ে এলাকায় বিজেপির সংগঠন সাজিয়েছিলেন স্বামী। সেই সময়ে আমাদের পরিবারের উপর বহু অত্যাচার হয়েছে। তবুও পিছিয়ে আসিনি আমরা।' উমারাণী দেবরী স্বামী কুবের মিত্র প্রয়াত হয়েছেন। দুই ছেলের একজনের মৃত্যু হয়েছে। এবার তাঁর লড়াই তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন- নেবেন না ডিভোর্স, ধনুকভাঙা পণ বধূর, শ্বশুরবাড়ি গিয়ে সাংঘাতিক কাণ্ড ঘটালেন!

বৃদ্ধার অভিযোগ, বিজেপিকে সমর্থন করেন বলেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাকি তিনি ঘর পাননি। তবে ভোটে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী পঁচাশির বৃদ্ধা। ভোটে জিতে এলে এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের স্বার্থেও কাজ করতে চান তিনি। ২০২১-এর নির্বাচনে ধোবাঘাটায় এগিয়ে ছিল বিজেপি। যদিও সেবার সিপিএমের ভোট বিজেপিতে গিয়েছিল বলে দাবি করেছেন কেউ-কেউ।

আরও পড়ুন- কলকাতার কাছেই হাড় হিম কাণ্ড! পুজো সারতেই এটা কী ঘটল একাকী বৃদ্ধের সঙ্গে!

বিজেপি নেতা অমিতাভ বন্দ্যেপাধ্যায় বলেন, 'রাজ্যে তৃণমূল লুঠতরাজ চালাচ্ছে। বিরোধীদের উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে। এসবের জবাব দিতেই এই ৮৫ বছর বয়সেও উমারাণী দেবী ভোটে দাঁড়িয়েছেন।' তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, 'বর্তমান প্রজন্ম বিজেপিকে ত্যাগ করেছে। সেই কারণেই বোধ হয় ৮৫ বছরের এক বৃদ্ধাকে ওরা ভোটে দাঁড় করিয়েছে।'

আরও পড়ুন- বীভৎস পরিণাম বিজেপি প্রার্থীর দেওরের! খোঁজাখুঁজিতে শরীর দেখে আঁতকে উঠল পরিবার

panchayat election 2023 asansol panchayat election bjp
Advertisment