Advertisment

Premium: বাংলার মুকুটে নয়া পালক! দুর্গম গুপ্ত পর্বতের চূড়া ছুঁয়ে ইতিহাস বাঙালি পর্বতারোহীদের

Gupt Parbat: গত ৩ জুন কলকাতা থেকে সোনারপুর 'আরোহী'র পর্বতারোহীরা রওনা দিয়েছিলেন। মঙ্গলবার সকাল ৯টায় তাঁরা দুর্গম গুপ্ত পর্বত সামিট সম্পূর্ণ করেছেন। এই পর্বতারোহীদের দাবি, এর আগে এদেশ, এমনকী বিদেশের কোনও পর্বতারোহীও এই পর্বত জয় করতে পারেননি।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
9 climbers from Sonarpur Arohi have completed Gupt Parbat summit

প্রতীকী ছবি।

Gupt Parbat-Sonarpur Arohi: বাংলার পর্বতারোহীদের মুকুটে নয়া পালক। মঙ্গলবার সকালে দুর্গম গুপ্ত পর্বত সামিট সম্পূর্ণ করেছেন বাঙালি পর্বতারোহীদের একটি দল। এই প্রথম সোনারপুর 'আরোহী'র বাঙালি পর্বতারোহদের এই দলটি নতুন এক ইতিহাস রচনা করেছে। এর আগে গুপ্ত পর্বত সামিট কেউ করেননি বলেই দাবি তাঁদের।

Advertisment

গত ৩ জুন কলকাতা থেকে সোনরপুর 'আরোহী'র পর্বতারোহীরা রওনা দিয়েছিলেন। মঙ্গলবার সকাল ৯টায় তাঁরা দুর্গম গুপ্ত পর্বত সামিট সম্পূর্ণ করেছেন। এই পর্বতারোহীদের দাবি, এর আগে এদেশ, এমনকী বিদেশের কোনও পর্বতারোহীও এই পর্বত জয় করতে পারেননি। সোনারপুরের 'আরোহী'র সদস্যরা গুপ্ত পর্বত সামিট সম্পূর্ণ করে এক নতুন ইতিহাস রচনা করেছেন।

পর্বতারোহীদের দলে ছিলেন রুদ্রপ্রসাদ হালদার, সত্যরূপ সিদ্ধান্ত, নৈতিক নস্কর, তুহিন ভট্টাচার্য, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, দেবাশিস মজুমদার, উদ্দীপন হালদার, দ্বিপাশ্রী পাল, নন্দেশ নীলাকানি। আজ ৬ হাজার ১৫৯ মিটার উচ্চতার গুপ্ত পর্বত জয় করেছেন ৯ পর্বতারোহীর এই দলটি।

আরও পড়ুন- Mamata Banerjee: লক্ষ্য ২০২৬! গ্রাম তো মুঠোয়, শহরের মন পেতে ‘মাস্টারপ্ল্যান’ রেডি মমতার

সোনারপুর 'আরোহী'র সদস্য চয়ন কুমার চট্টোপাধ্যায়। তিনি এই সামিট প্রসঙ্গে বলেন, "৩ জুন প্রথমে ৬ জন বেরিয়েছিলেন। পরে দু'জন বেরিয়েছিলেন ৭ তারিখে। নন্দেশ নীলাকানি মানালি থেকে প্রথম টিমটির সঙ্গে জয়েন করেন। হিমাচলের লাহুলস্পীতি জেলার মধ্যে পড়ে এই এলাকা। আজ সকাল ৯.০৫ মিনিট নাগাদ ওরা সামিট শেষ করেছেন। বিশ্বে প্রথম এই ক্লাইম্ব। লুকনো অবস্থায় থাকে এই পর্বত। এর আগে এই পর্বতের কোনও ছবি আমরা পাইনি। টিম খেটে রুট তৈরি করেছে। বিশ্বের প্রথম এই সামিট।"

আরও পড়ুন- TMC Mla Oath Ceremony: তৃণমূলের সায়ন্তিকা, রায়াতদের শপথ নিতে হবে রাজভবনেই, কড়া চিঠি রাজ্যপালের

Gupt Parbat West Bengal mountaineer
Advertisment