Lok sabha Election 2024: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। সব কিছু ঠিকঠাক চললে শীঘ্রই লোকসভা ভোটের (Lok sabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণা করে দেবে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসন্ন লোকসভা ভোট পর্বে নিরাপত্তার দিকটিতে যে সর্বাপেক্ষা গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন তাতে সন্দেহ নেই।
আসন্ন লোকসভা নির্বাচনের সুরক্ষায় রাজ্যওয়াড়ি কত কেন্দ্রীয় বাহিনী লাগবে তা নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রককে একটি হিসেব দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ওই চিঠিতেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের (West Bengal) জন্য মোট ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (central force) চেয়েছে নির্বাচন কমিশন। বাংলার পরেই সবচেয়ে বেশি যে রাজ্যে ভোটের জন্য আধাসেনা চাওয়া হয়েছে সেটি হল জম্মু কাশ্মীর (Jammu & Kashmir)। কমিশনের এই চিঠি ঘিরে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।
পাকিস্তান (Pakistan) সীমান্তবর্তী কাশ্মীরের নিরাপত্তায় বছরভর কেন্দ্রের একাধিক সুরক্ষাবাহিনী মোতায়েন থাকে। লোকসভা ভোটকে কেন্দ্র করে ভূস্বর্গে উত্তেজনার পরিবেশ থাকবে, এটা ধরে নিয়েই বাড়তি বাহিনী চাওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টি আরও নজর কেড়েছে। কাশ্মীরের চেয়েও বাংলার আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যক বাহিনী চেয়ে পাঠিয়েছে কমিশন।
আরও পড়ুন- Digha: দিঘা যাচ্ছেন? এখবর আগে পড়ুন! পর্যটকদের জন্যই যুগান্তকারী এই উদ্যোগ
এছাড়াও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জন্য ২৩৫ কোম্পানি, পঞ্জাবের (Punjab) জন্য ২৫০ কোম্পানি, মরুরাজ্য রাজস্থানের (Rajasthan) জন্য ২০০ কোম্পানি, ঝাড়খণ্ডের (Jharkhand) জন্য ২৫০ কোম্পানি, বিহারের (Bihar) জন্য ২৯৫ কোম্পানি, ছত্তীশগড়ের (Chattisgarh) জন্য ৩৬০ কোম্পানি, গুজরাতের (Gujrat) জন্য ২০০ কোম্পানি, অসমের (Assam) জন্য ১৬০ কোম্পানি, মহারাষ্ট্রের (Maharashtra) জন্য ১৫০ কোম্পানি, মণিপুরের (Manipur) জন্য ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।