ভয়ঙ্কর অভিযোগ প্রমাণিত, প্রাথমিকে চাকরি বাতিল ৯৪ জনের

মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থাকালীনই এই ৯৪ জনকে প্রাথমিক শিক্ষকের চাকরিতে নিয়োগ করা হয়েছিল।

মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থাকালীনই এই ৯৪ জনকে প্রাথমিক শিক্ষকের চাকরিতে নিয়োগ করা হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Instead of the 10th the primary TET exam will be held in West Bengal on 24 December , ১০ তারিখের বদলে পশ্চিমবঙ্গে প্রাথমিকে টেট পরীক্ষা হবে আগামী ২৪ ডিসেম্বর

প্রাথমিকে টেট পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তিতে কী জানাল পর্ষদ?

টেট পাস করেননি, শুধু টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন প্রাথমিক শিক্ষক পদে। শেষপর্যন্ত আদালতেও সঠিক নথি পেশ করতে ব্যর্থ হন ওই ৯৪ জন। এরপরই প্রথামিক শিক্ষা পর্ষদ ওই ৯৪ জনের চাকরি বাতিলের কথা আদালতে জানিয়েছে।

Advertisment

উল্লেখ্য, মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থাকালীনই এই ৯৪ জনকে প্রাথমিক শিক্ষকের চাকরিতে নিয়োগ করা হয়েছিল।

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে। সেই সংক্রান্ত একটি মামলাতেই বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন যে কীভাবে টেট পাশ না করে চাকরি পেলেন প্রার্থীরা। পর্ষদের কাছে রিপোর্ট তলবও করেছিলেন বিচারপতি সিনহা। সেই রিপোর্টেই পর্ষদ জানিয়েছিল, টেট পাশ না করেই ২০১৪ ও ২০১৬ সালে চাকরি পেয়েছেন এমন ৯৬ জন প্রাথমিকে শিক্ষক হিসাবে কাজ করে চলেছেন। যা নিয়ে শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন- মমতার আমন্ত্রণ, চিঠি যাচ্ছে বিজেপির সুকান্ত-দিলীপের দুয়ারে, বাদ শুভেন্দু!

Advertisment

এরপরই বিচারপতি সিনহা ওই ৯৬ জনকে পর্ষদের কাছে তাঁদের নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেয়। উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক ওই ৯৬ জনের থেকে নথি চেয়ে পাঠায় প্রাথমিত শিক্ষা পর্ষদ। জানা যায়, ৯৬ জনের মধ্যে ৯৪ জনই সঠিক নথি পেশ করতে ব্যর্থ হয়েছে। ফলে ওই ৯৪ জনের চাকরি বাতিল করল পর্ষদ। চাকরি বাতিলের নির্দেশ ইতিমধ্যেই সংশ্লিষ্ট ডিপিএসসি চেয়ারম্যানদের জানানো হয়েছে। আগামী সোমবার থেকেই পর্ষদের নির্দেশ কার্যকর হবে।

আরও পড়ুন- অতীতে কুণাল, পার্থ থেকে হালে জ্যোতিপ্রিয়, শ্রীঘরে ঢুকলেই কেন সকলে নাম নিচ্ছেন মমতার?

Calcutta High Court Primary Teacher Recruitment Primary TET Manik Bhattacharya Justice Amrita Sinha primary teachers recruitmen scam