/indian-express-bangla/media/media_files/2024/11/02/XYUKv4o3MBEIJTyxQlmj.jpg)
প্রতীকী ছবি।
A dead body was recovered from the Maidan area of ​​Kolkata: এবার সাতসকালে শহর কলকাতায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ ময়দান এলাকায় ফুটপাতে ড্রেনের পাশে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রাই ফুটপাতে পড়ে থাকতে দেখেন ওই প্রৌঢ়ের দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ ডাফরিন রোডের ফুটপাতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন পথচারী ও স্থানীয় কয়েকজন যুবক । দ্রুত পুলিশকর্মীদের খবর দেওয়া হয়। তারা এসে মৃতদেহটি উদ্ধার করেন। তবে মৃতের পরিচয় জানা যায়নি। বছর পঞ্চাশের ওই ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ।
শুক্রবার সকালে ফুটপাতের ড্রেনের পাশেই অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে প্রথমে দেখেছিলেন কয়েকজন যুবক। ময়দানে তারা সকালে ক্রিকেট খেলছিলেন। প্রৌঢ়ের দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছিলেন তাঁরা। পরে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বছর পঞ্চাশের ওই ব্যক্তি সম্ভবত ভবঘুরে।
তবে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন ঘচনার তদন্তে গিয়েছেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারাও। মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।