scorecardresearch

গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিতে হানা, পঞ্চায়েত ভোটের মুখে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

MLD_ARMA_RECOVERY
ছবি- মধুমিতা দে

পঞ্চায়েত নির্বাচনের আগে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-সহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে সাফল্য পেল পুলিশ। শনিবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার ১৮ মাইল এলাকায় অভিযান চালিয়ে ওই অস্ত্র কারবারিকে গ্রেফতার করেন বৈষ্ণবনগর  থানার পুলিশ আধিকারিকরা। ধৃতের থেকে উদ্ধার হয়েছে তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, পাঁচটি ম্যাগাজিন ও নয় রাউন্ড কার্তুজ। 

বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল, মালদায় অস্ত্র ঢুকছে। সেই খবর অনুযায়ীই শনিবার গভীর রাতে গোপন সূত্র কাজে লাগিয়ে ১৮ মাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। রাকিমুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। রাকিমুলের বাড়ি মালদারই কালিয়াচক থানা এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় দুটি সেভেন এমএম পিস্তল এবং একটি নাইন এমএম পিস্তল। এর সঙ্গে, পাঁচটি ম্যাগাজিন এবং নয় রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই আগ্নেয়াস্ত্রগুলো কালিয়াচক থেকে  বিক্রি করার উদ্দেশ্যে বৈষ্ণবনগরে নিয়ে আসা হয়েছিল। রাকিমুল কোথা থেকে এই সব আগ্নেয়াস্ত্রগুলো কিনেছিল এবং কোথায় সেগুলো বিক্রি করত, সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে এইভাবে পুলিশের অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বভাবতই খুশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

দলের তরফে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ‘পুলিশ ও প্রশাসন ভালো কাজ করছে।’ তৃণমূল নেতৃত্বের দাবি, এই অস্ত্র উদ্ধার থেকেই প্রমাণ হয়ে গেল যে পুলিশ ও প্রশাসন নিরপেক্ষ হয়ে কাজ করছে। মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ধৃতকে আদালতের মাধ্যমে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করা  হয়েছে। তিনি জানান, এই অস্ত্র রাকিমুল কোথা থেকে পেয়েছে, সেটা জানা গেলে, অস্ত্রের আমদানি বন্ধ করতে পুলিশের সুবিধা হবে।

আরও পড়ুন- প্রখর দাবদাহের মাঝেই হঠাৎ টর্নেডো, ভিডিও দেখলে আঁতকে উঠবেন!

মালদা শহরের পাশেই প্রতিবেশী রাজ্য। পাশাপাশি, এই জেলার আন্তর্জাতিক সীমান্তও আছে। আর, সেই সব সীমান্ত দিয়ে এই জেলায় অস্ত্র এবং মাদকের আমদানির অভিযোগ দীর্ঘদিনের। এবার, রাজ্য সরকারের কঠোর নির্দেশে সেসব রুখতে বিশেষভাবে নড়েচড়ে বসেছে পুলিশ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: A huge amount of weapons recovered before panchayat elections in malda