Advertisment

ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন! ভাগ্যের চাকা ঘুরতেই রাতারাতি কোটিপতি খেতমজুর

সবাইকে চমকে দিয়ে এযেন স্বপ্ন সত্যি করলেন হতদরিদ্র্য দিনমজুর।

author-image
IE Bangla Web Desk
New Update
a labour win rs 1 crore in lottery

এক দিনমজুরের কোটিপতি হওয়ার গল্প।

ছেঁড়া কাঁথায় শুয়ে লাখপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। পূর্ব বর্ধমানের জামালপুরের কালনার দিনমজুর শেখ নসিমুল হকও
তেমনই স্বপ্ন দেখতেন। তবে লাখপতি হওয়ার বদলে এবার কোটিপতি হয়ে গেছেন তিনি। তাঁর রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার গল্পটাও অবাক করার মতোই।

Advertisment

এমন অলীক কল্পনা কোনও দিনও করেননি নসিমুল। কিন্তু সেটাই হয়ে গিয়েছে। ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় শনিবার দুপুরে ১৫০ টাকা দিয়ে লটারি টিকিট কেটে বিকেলেই কোটিপতি বনে গিয়েছেন নাসিমুল হক। তবে কোটিপতি বনে গিয়ে অজানা আতঙ্কে তিনি ভয়ে সিঁটিয়ে গিয়েছিলেন। তাই লটারির টিকিটটি পকেটে গুঁজে সটান থানায় পৌঁছে যান তিনি। পুলিশকর্মীদের নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেন তিনি।

publive-image
এক কোটি টাকার পুরস্কারের টিকিট হাতে দিনমজুর নসিমুল হক।

নসিমুল হক জানান, তিনি দিন মজুরের কাজ করেন। তবে বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে তিনি তাঁর ছেলেদের নিষেধ না শুনেই লটারির টিকিট কাটতেন। এটা তাঁর নেশায় পরিণত হয়ে গিয়েছিল। শনিবার বেলা ১১ টার সময় তিনি ১৫০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন। বিকেলে তাঁর ভাই প্রথম ফোন করে সুখবর জানিয়েছিলেন।

আরও পড়ুন- রাজ্যপাল ডাকেননি, নিজেই রাজভবনে যেতে চেয়েছেন রাজীব, কেন?

টিকিট বিক্রেতা তারক পাল জানান, তাঁর কাছ থেকে অন্য এক বিক্রেতা টিকিটটি নিয়ে বিক্রি করেন।ওই বিক্রেতার কাছ থেকেই নসিমুল টিকিটটি কেনেন। তাতেই প্রথম পুরস্কার লেগে যায় । লটারির টিকিট কেটেই বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ হল নসিমুলের।

East Burdwan burdwan lottery
Advertisment