scorecardresearch

বাইক থামিয়েই সেতুর রেলিংয়ে যুবক, চরম পরিণতি জানলে শিউরে উঠবেন!

সাতসকালে হুলস্থূল-কাণ্ড দ্বিতীয় হুগলি সেতুতে।

A man jumps into the Ganga from the second Hooghly bridge
দ্বিতীয় হুগলি সেতু।

সাতসকালে হুলস্থূল-কাণ্ড দ্বিতীয় হুগলি সেতুতে। সেতুর উপরেই বাইক থামিয়ে সটান নীচে নদীতে ঝাঁপ এক ব্যক্তির। এক পথচারী ওই ব্যক্তিকে দেখে তাঁকে আটকাতে গিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে সেতুর রেলিং থেকে নদীতে ঝাঁপ দেন ওই ব্যক্তি। পরে গোটা ঘটনা কাছেই টোল প্লাজার পুলিশকর্মীদের গিয়ে জানান ওই পথচারী। পুলিশ নদীতে তল্লাশি শুরু করেছে। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির নাম বা ঠিকানা জানা যায়নি।

আবারও দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে নদীতে ঝাঁপ। এর আগেও স্টান্ট দেখাতে গিয়ে সেতুর উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। সোমবার সকালে একটি বাইক নিয়ে এসে সেতুর ধারে এক ব্যক্তিকে দাঁড়াতে দেখেন এক পথচারী। বাইক থামিয়ে ওই ব্যক্তি সেতুর রেলিংয়ের উপর চড়তে যাচ্ছিলেন।

আরও পড়ুন- হকের DA-র দাবি, সরকারি দফতরে আজ ‘কর্মবিরতি’, পরিষেবা শিকেয় উঠতে পারে

ঠিক সেই সময়ে ওই পথচারী ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করেন বলে দাবিতাঁর। তবে তাঁর সেই চেষ্টা ব্যর্থ হয়। তাঁর হাত ছাড়িয়েই ওই ব্যক্তি সটান নীচে নদীতে ঝাঁপ দিয়েছেন বলে দাবি তাঁর।

আরও পড়ুন- বাড়ছে তাপমাত্রা, আজ বৃষ্টি ভাসাবে দুই জেলা, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

এই ঘটনার পরেই দৌড়ে দ্বিতীয় হুগলি সেতুর কাছে থাকা টোল প্লাজায় যান ওই পথচারী। টোল প্লাজার পুলিশকর্মীদের গোটা ঘটনার কথা জানান তিনি। এরপরেই ঘটনাস্থলে আসে পুলিশ। নদীতে ওই ব্যক্তির খোঁজে তল্লাশিও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে ওই ব্যক্তি গঙ্গায় ঝাঁপ দিয়েছেন তা এখনও স্পষ্ট বয়নি। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: A man jumps into the ganga from the second hooghly bridge