Advertisment

Sundarbans: ঝোপের আড়ালে লুকিয়েছিল দৈত্যাকার বাঘ! মধুর চাকে হাত দিতেই এক লাফে মাথায় কামড়! তারপর?

Sundarbans-Tiger Attack: পাঁচ মৌলি গিয়েছিলেন সুন্দরবনের গভীর জঙ্গলে। ঘন জঙ্গলের মধ্যে একটি গাছে মধুর চাক দেখতে পেয়ে সেটি ভাঙার চেষ্টা করছিলেন তাঁরা। ঠিক সেই সময়ে গাছের পিছনেই ঘন জঙ্গলের মধ্যে ঘাপটি মেরে লুকিয়েছিল প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল টাইগার। মৌলির দল জঙ্গলে যেতেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে বিশাল বাঘ।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
A man was injured in tiger attack while collecting honey in the Sundarbans

Sundarbans: সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার।

Sundarbans: সুন্দরবনে (Sundarban) ফের বাঘের হামলা। এবার গভীর জঙ্গলে মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলার (Tiger Attack) মুখে পড়লেন এক ব্যক্তি। সঙ্গীদের নিয়ে শনিবার সকালে সুন্দরবনের জঙ্গলে মধুর চাক ভাঙতে গিয়েছিলেন ওই ব্যক্তি। ঘন জঙ্গলে সেখানেই গা ঢাকা দিয়েছিল প্রকাণ্ড বাঘ। মধুর চাক সরাতেই মৌলিদের (মধু সংগ্রাহক) উপর আক্রমণ করে রয়্যাল বেঙ্গল টাইগার।

Advertisment

এবার বাঘের হামলার শিকার মৌলিরা। শনিবার সকালে সুন্দরবনের ২০ নম্বর জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছেলন পাঁচ মৌলি। মৈপিঠের ভুবনেশ্বরী গ্রামের তপন খাঁড়া-সহ মোট পাঁচজন মৌলি গিয়েছিলেন জঙ্গলে। এদিন সকালে একটি গাছে থাকা মধুর চাক কাটার চেষ্টা করছিলেন তাঁরা। ঠিক সেই সময়ে হঠাৎ তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে একটি প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল টাইগার।

তপন খাঁড়া নামে ওই ব্যক্তির মাথা কামড়ে তাঁকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি। সেই সময়ে তাঁর সঙ্গে থাকা বাকি মৌলিরা পাল্টা বাঘের উপর হামলা চালায়। উপর্যুপরি হামলায় বাঘ তার শিকার ছেড়ে জঙ্গলে ঢুকে যায়। আশঙ্কাজনক অবস্থায় তপন খাঁড়া নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তাঁর সঙ্গীরা। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন- North Sikkim Tour: ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য বাম্পার খবর! দারুণ উদ্যোগে জমে ক্ষীর উত্তর সিকিম ভ্রমণ

এদিন সকলে মধু সংগ্রাহকদের ওই দলে ছিলেন স্বপন খাঁড়া নামে এক ব্যক্তিও। ঘটনার আকস্মিকতায় তখনও যেন কাঁপছিলেন তিনি। তাঁর কথায়, "মধুর চাকে হাত দিতেই বাঘ হামলা করে। আমরা কোনওমতে ওকে ছাড়িয়ে নিয়ে এসেছি।"

আরও পড়ুন- Bengaluru Cafe Blast: কলকাতার কোথায়-কোথায় ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা? প্রকাশ্যে সেই সব এলাকার নাম

Royal Bengal Tiger Sundarban South 24 Pgs West Bengal tiger attack
Advertisment