Advertisment

উদ্বেগ চরমে তুলে ফের বাংলায় করোনায় মৃত্যু, দেশজুড়েই আবারও ছড়াচ্ছে সংক্রমণ

আবারও করোনার বাড়বাড়ন্তে আতঙ্ক বাড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
a old man died at west bengal infected in covid 19

ফের দেশে করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ বাড়ছে।

উদ্বেগ চরমে তুলে ফের রাজ্যে করোনায় মৃত্যু। সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নদিয়ার এক বাসিন্দা। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ওই ব্যক্তি। সপ্তাহ দু'য়েক ধরে তাঁকে সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। করোনা রিপোর্ট পজিটিভ আসতেই ওই ব্যক্তিকে অন্যত্র স্থানান্তর করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে বেলেঘাটা আইডি হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।

Advertisment

আবারও রাজ্যে করোনার বলি বৃদ্ধ। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু নদিয়ার ৭২ বছর বয়সী গোবিন্দ কুণ্ডু নামে ওই বাসিন্দার। পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা প্রকট হওয়ায় ওই ব্যক্তিকে প্রথমে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সপ্তাহ দু'য়েক হাসপাতালে ভর্তি থাকার পর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। পরে বাড়িতে আনলে ফের তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়।

আরও পড়ুন- জেল ওয়াপসির আর্জি ‘বীর’ কেষ্টর, কোন কোন যুক্তি দেখিয়ে আদালতে আবেদন?

তড়িঘড়ি ফের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে। করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তবে ওই বেসরকারি হাসপাতালে আর তাঁকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। শেষমেশ বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শনিবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, দেশজুড়ে বাড়ছে করোনার প্রকোপ। যা নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ফের একবার দেশে করোনার বাড়বাড়ন্ত নিযে উদ্বেগে রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রকের কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কী কী করণীয় সেব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। ফের একবার জোর দেওয়া হয়েছে করোনা টেস্টের উপর।

coronavirus kolkata news West Bengal Coronavirus Update COVID-19
Advertisment