Advertisment

Travel:নিরিবিলি সমুদ্রপাড়ের অপরূপ শোভার প্রেমে পড়বেনই! কলকাতার কাছেই এপ্রান্ত এক কথায় অসাধারণ

Sea Beach near Kolkata: কলকাতার কাছেই অসাধারণ এই সাগরপাড়ে দিন দু'য়েকের জন্য বেরিয়ে আসতেই পারেন। এখানকার কোলাহলমুক্ত পরিবেশ মনকে নিমেষেই অদ্ভুত এক স্বস্তি এনে দেবে। কর্মব্যস্ত জীবন থকে দিন কয়েকের ভরপুর 'রিল্যাক্স ফিল' নিতে গেলে এতল্লাটের জুড়ি মেলা ভার। তাই আর দেরি নয়। ঝটপট ব্যাগ বাঁধুন, আর বেড়িয়ে পড়ুন।

author-image
Nilotpal Sil
New Update
Dakshin Purusottampur sea Beach

Offbeat Weekend Destination: কলকাতার কাছেই অসাধারণ এক সমুদ্র সৈকত। এতল্লাটে বেড়ানোর ষোলোআনা মজা নিন।

Offbeat Holiday Destination: ভুলে যাবেন দিঘা-পুরী। অল্প খরচে এর চেয়ে অসাধারণ একটা অফবিট স্পটের হদিশ পাওয়াই বেশ কঠিন! যাঁরা সমুদ্র ভালোবাসেন তাঁদের জন্য এই তল্লাটের জুড়ি মেলা ভার! নির্জন-কোলাহলমুক্ত এই সমুদ্রপাড়ে মন সতেজ করার একমাত্র ঠিকানা এটিই। দিন দু'য়েকের ছুটিতে বেরিয়ে আসতেই পারেন দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত থেকে। সপ্তাহান্তে ছোট্ট একটি ছুটির জন্য পারফেক্ট চয়েজ হতে পারে পূর্ব মেদিনীপুরের নজরকাড়া এই সি-বিচ।

Advertisment

ভ্রমণপ্রিয় বাঙালিকে সহজেই দু'ভাগে ভাগ করা যায়। একদল যেমন পাহাড় বেড়াতে পছন্দ করেন, তেমনই বাঙালিদের অন্য একটি অংশ বরাবরই পছন্দ করেন সমুদ্র। এই দ্বিতীয় অংশের বাঙালিদের জন্যই আজকের এই বিশেষ প্রতিবেদন। সমুদ্র বলতে মোটের উপর প্রায় সব বাঙালিই দিঘা, পুরী, মন্দারমণি, শংকরপুর, তাজপুর বোঝেন। তবে এই জায়গাগুলি ইদানিং বড় বেশি ভিড়ে-ভিড়াক্কার থাকে। বছরভর এই পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের আনাগানো একটু বেশিই থাকে। তবে যাঁরা একটু কোলাহলমুক্ত পরিবেশ চান তাঁরা বরং যেতে পারে দক্ষিণ পুরুষোত্তমপুরে।

আরও পড়ুন- কোলাহলহীন সাগরপাড় মন কাড়বেই! কলকাতার খুব কাছেই এপ্রান্তে অনাবিল আনন্দ

পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকতটি এখনও অনেক পর্যটকের কাছেই অজানা। তাই এখানে খুব বেশি হোটেল এখনও গড়ে ওঠেনি। তবে কয়েকটি ছোট হোটেল এবং ব্যাকপ্যাকার্স টেন্ট ক্যাম্পের ব্যবস্থা রয়েছে। ব্যাকপ্যাকার্স টেন্ট ক্যাম্পে খাওয়া-দাওয়ার বন্দোবস্ত এলাহি ঢঙে হয়ে থাকে।

আরও পড়ুন- মন ভেজাবে সমুদ্র আর ম্যানগ্রোভের অপরূপ মিশেল, উইকেন্ড ট্যুরে যান হেনরি আইল্যান্ড

দুপুরেও যেমন পঞ্চব্যাঞ্জন সহযোগে খাবার পরিবেশন করা হয়, ঠিক তেমনই সন্ধেয় ক্যাম্পে থাকে বনফায়ারের ব্যবস্থা। সমুদ্রের ফুরফুরে হাওয়ায় ঝলসানো চিকেনে কামড়ের স্বাদ সত্যিই ভোলার নয়! এখানকার ব্যাকপ্যাকার্স ক্যাম্পে চারবেলা থাকা-খাওয় সমেত মাথাপিছু ১৫০০ টাকার কাছাকাছি খরচ পড়তে পারে। আগে থেকে বুকিং করে যাওয়াই ভালো।

আরও পড়ুন- পাহাড়ের ঢালে এগ্রাম ঠিক যেন বাঁধানো ছবি! গেলে ফিরতে মনই চাইবে না

মোটের উপর প্রতিদিনের কর্মব্যস্ত জীবন থেকে দিন কয়েকের জন্য ভরপুর স্বস্তি পেতে চাইলে এতল্লাট আপনার জন্য একেবারে পারফেক্ট চয়েজ হতে পারে! দিন দু'য়েকের এই ট্যুর বহুদিন পর্যন্ত আপনার মনকে সতেজ করে রাখবে। যা ফিরে গিয়ে কর্মক্ষেত্রে আপনার আরও শ্রীবৃদ্ধির কারণও হতে পারে।

কীভাবে যাবেন দক্ষিণ পুরুষোত্তমপুরে?

কলকাতার দিক থেকে সড়কপথে গেলে দিঘাগামী বাস ধরুন। তারপর চাউলখোলা বাসস্ট্যান্ডে নেম পড়তে হবে। এই বাসস্ট্যান্ড থেকে অটো বা ট্রেকার ধরে নিতে পারেন। এখান থেকে মোটামুটি মেরেকেটে আধঘণ্টা বা তারও একটু বেশি সময়ের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকতে।

আরও পড়ুন- নির্জন সমুদ্রে লাল কাঁকড়ার সমাহার, এতল্লাট কলকাতার খুব কাছেই

Dakshin Purusottampur West Bengal Weekend tourism
Advertisment