Advertisment

Kolkata Fire: ফের শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলে পুড়ে খাক কারখানা

Kolkata Fire: ফের কলকাতা শহরে আগুন। জানা গিয়েছে, এদিন ভোররাতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিধ্বংসী আকার নেয়। একে একে দমকলের ২০টি ইঞ্জিন গিয়েছএ ঘটনাস্থলে।

author-image
IE Bangla Web Desk
New Update
massive fire break out in kolkata

প্রতীকী ছবি।

Nagerbazar Fire: ফের শহর কলকাতায় বিধ্বংসী আগুন। দমদমের নাগেরবাজার এলাকায় একটি আইসক্রিমের গোডাউন ও গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন লাগে। শুক্রবার ভোট চারটের কিচু আগে নাগেরবাজার সংলগ্ন মল রোডের আইসক্রিমের গোডাউনে আগুন লেগে যায়। মুহূর্তে সেই আগুন বিধ্বংসী আকার ধারণ করে। ঘটনাস্থলে একে একে দমকলের ২০টি ইঞ্জিন ছুটে যায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।

Advertisment

ফের কলকাতা শহরে আগুন। জানা গিয়েছে, এদিন ভোররাতে নাগেরবাজারের সরোজিনী নাইডু কলেজের ঠিক পাশে ওই আইসক্রিমের গোডাউনে প্রথমে আগুন লেগে যায়। অনুমান করা হচ্ছে ওই গোডাউন থেকেই কোনওভাবে আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি রয়েছে গেঞ্জির কারখানা। সেখানে আগুন ছড়িয়ে পড়ে।

এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। ভোররাতেই দমকলের কর্মীরা এসে নিরাপদে সরিয়ে নিয়ে যান স্থানীয় বাসিন্দাদের। শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, তার দফতরের কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আইসক্রিমের কারখানার পাশেই রয়েছে গেঞ্জির কারখানা।

আরও পড়ুন- Lynching: যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা বর্ধমানে, পলাতক ‘তোলাবাজ-গুন্ডা’ গাবু

সেখানে প্রচুর হোসিয়ারি সামগ্রী মজুত রয়েছে। সেখান থেকে আগুন আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেই দমকল সূত্রের খবর। শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান দমকলের।

kolkata news fire West Bengal
Advertisment