Advertisment

Sundarbans: ঝোপের আড়াল থেকে নৌকায় ঝাঁপ! গা শিউরে ওঠার মতো কাণ্ড সুন্দরবনে!

Sundarbans: সুন্দরবনের এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হুলস্থূল পড়ে গিয়েছএ কুলতলির পেটকুল চাঁদ এলাকায়। এই এলাকা থেকেই সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ৬ মৎস্যজীবী। ইতিমধ্যেই গোটা বিষয়টির খবর গিয়েছে বনদফতরে।

author-image
IE Bangla Web Desk
New Update
A tiger attacked a fisherman in the Sundarbans, সুন্দরবনের জঙ্গলে বাঘের আক্রমণ

Sundarbans: সুন্দরবনের জঙ্গল।

Sundarban: রোমহর্ষক কাণ্ড সুন্দরবনে। আবারও সুন্দরবনে বাঘের আক্রমণে মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা। ৬ মৎস্যজীবী সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরে ফেরার সময় ঘটে বিপত্তি। খাঁড়ির পাশে জঙ্গল থেকে আচমকা নৌকায় ঝাঁপ বাঘের। টেনে হিঁচড়ে এক মৎস্যজীবীকে নিয়ে জঙ্গলে ঢুকে যায় দক্ষিণরায়।

Advertisment

আবারও সুন্দরবনের জঙ্গলে হাড় হিম ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পেটকুল চাঁদ এলাকা থেকে ৬ মৎস্যজীবী গিয়েছিলেন নদীতে মাছ ধরতে। সুন্দরবনের নদীতে মাছ ধরে ফেরার সময় ঘটে যায় দুর্ঘটনা। দোবাঁকি জঙ্গলের কাছে আচমকা খাঁড়ির ধারের জঙ্গল থেকে নৌকায় ঝাঁপ দেয় প্রকাণ্ড এক বাঘ।

টেনে হিঁচড়ে মৎস্যজীবীকে নিয়ে যায় জঙ্গলে। আবুর আলি মোল্লা নামে বছর ৪০-এর ওই মৎস্যজীবীর বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে বলেই প্রবল আশঙ্কা। যদিও তাঁর মৃতদেহের এখনও খোঁজ মেলেনি। তাঁর সঙ্গীরা তেড়ে গিয়েও তাঁকে ছাড়িয়ে আনতে পারেননি।

আরও পড়ুন- West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে হাত খুলে ব্যাটিং শুরু বর্ষার! এবার একটানা চলবে দুর্যোগ?

ওই মৎস্যজীবীর সঙ্গে থাকা বাকিদের মধ্যে তয়িম মোল্লা নামে এক যুবক জানিয়েছেন, মাছ ধরে ফেরার সময় তাঁদের নৌকার উপর ঝাঁপ দেয় বাঘ। মুখে করে ওই মৎস্যজীবীকে টেনে নিয়ে সে জঙ্গলে ঢুকে যায়। সঙ্গীকে ছাড়িয়ে আনতে না পারার আক্ষেপ রয়ে গেছে তাঁদের।

আরও পড়ুন- Kolkata Fire: ফের শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলে পুড়ে খাক কারখানা

Royal Bengal Tiger Sundarban South 24 Pgs West Bengal
Advertisment