রথযাত্রায় পুণ্য করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক মধ্যবয়স্ক মহিলার। মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালালপুরে। এই দুর্ঘটনার পর মাঝপথে বন্ধ করে দেওয়া হয় জালালপুরের রথযাত্রা। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেন তদন্তকারী পুলিশকর্তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম নমিতা মণ্ডল (৩২)। বাড়ি জালালপুর এলাকায়। মঙ্গলবার বিকেলে রেওয়াজ মত জামালপুর থেকে ডাঙা পর্যন্ত রথযাত্রা শুরু হয়েছিল। সেই রথযাত্রায় প্রচণ্ড ঠেলাঠেলির মধ্যে দড়ি টানতে গিয়ে আচমকা পড়ে যান ওই মহিলা। দ্রুতগতিতে ছুটে আসা রথের সামনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, দীর্ঘদিন ধরে জালালপুর এলাকার এই রথযাত্রা বন্ধ ছিল। এই বছর ঘটা করেই জামালপুরের রথযাত্রা আবার আয়োজন করা হয়েছিল। আর শুরুতেই এমন দুর্ঘটনা ঘটল। ঘটনায় গোটা এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। রথযাত্রার আয়োজকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেকে মিলে রথের দড়ি টানছিলেন। তাতে রথ দ্রুতগতিতে ছুটে চলছিল। সেই গতির সঙ্গে পাল্লা দিতে পারেননি ওই মহিলা। তিনি রথের কাছেই ছিলেন। বিভিন্ন জায়গায় রথ ভক্তদের জন্য দাঁড়াচ্ছিল। মাইকে ঘোষণার পরই আচমকা ভক্তদের সরিয়ে দ্রুত 'মাসির বাড়ি' (ডাঙা) যাওয়ার উদ্দেশ্যে ভক্তরা দ্রুতগতিতে রথ টানছিলেন। সেই আচমকা রথ ছোটা শুরু করার পর আর টাল সামলাতে পারেননি নমিতা মণ্ডল। তখনই তিনি রথের চাকার সামনে পড়ে যান।
আরও পড়ুন- নির্দেশ দেন স্বয়ং চৈতন্যদেব, পুরীর রথের পট্টডোরী যেত বাংলার এই গ্রাম থেকেই
যেহেতু রথের কোনও ব্রেক থাকে না। তাই তা থামানোও সম্ভব হয়নি। রাস্তায় পড়ে যাওয়া নমিতা মণ্ডলের দেহের ওপর দিয়েই রথের চাকা চলে যায়। রথ এমনিতেই অত্যন্ত ভারী। তার ওপর রথে দাঁড়িয়ে থাকা আয়োজকদের একাংশের ভার। যার চাপে বা ভারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।