বাঁকুড়ায় ভোট পরবর্তী হিংসায় গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। মোটা অঙ্কের টাকা প্রতারণা করে এক দম্পতিকে বিপাকে ফেলা, আবার প্রতিবাদ করায় তাঁদেরই ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত হয়েছিল ১২ এপ্রিল। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ জানাতে বৃদ্ধার ছদ্মবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা গোস্বামী নামে এক মহিলা। সভায় তিনি চিৎকার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন।
প্রিয়াঙ্কা গোস্বামী অভিযোগ করেছিলেন যে ওন্দা ব্লকে তৃণমূলের সাধারণ সম্পাদক আশিস দে তাঁদের সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন। পুলিশের কাছে এই ব্যাপারে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা পাননি। সেই অভিযোগ শুনে সভায় পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তারপরও ওই তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ উঠেছিল।
এরপর পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ হতেই গত ১২ জুলাই অভিযুক্ত আশিস দে দলবল নিয়ে চড়াও হয়েছিলেন অভিযোগকারিণীর স্বামীর ওপর। এমনটাই অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা গোস্বামী নামে ওই মহিলা। তাঁর আরও অভিযোগ, বাধা দিতে গেলে তাঁর ওপরও হামলা চালিয়েছিল অভিযুক্তের দলবল। এরপর ফের পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। এবার কিন্তু, পুলিশ দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। অভিযুক্ত তৃণমূল নেতা আশিস দে-কে গ্রেফতার করে।
এই ব্যাপারে প্রিয়াঙ্কা গোস্বামী সংবাদমাধ্যমকে বলেন, 'গত ১২ জুলাই আমার স্বামী রামসাগর গাড়ির স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। সেই সময় আশিস দে দলবল নিয়ে হামলা চালায়। তাঁকে মারধর করে। বাধা দিতে গেলে আমার ওপরও হামলা চালানো হয়। আমার স্কুটার ভেঙে দিয়েছে। আমি এই ব্যাপারে ১৩ জুলাই ওন্দা থানায় অভিযোগ জানাই। পুলিশ আশিস দে-কে গ্রেফতার করেছে। আমি আবেদন জানাচ্ছি, এমন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে যেন দল থেকে বহিষ্কার করা হয়।'
আরও পড়ুন- গণনার পর সিপিএমের ব্যালট উদ্ধার, কোথাও পাঁচিলের পিছন, আবার কোথাও বনজঙ্গল থেকে, কীসের ইঙ্গিত?
সংবাদমাধ্যমের কাছ থেকে ঘটনাটি জানার পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, 'আইন আইনের পথে চলবে।' অভিযুক্ত আশিস দে বলেন, 'আমি রামসাগর গাড়ির স্ট্যান্ডেই যাইনি। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে।' পুলিশ অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা আশিস দে এবং দোলন প্রামাণিক নামে এক তৃণমূল সমর্থককে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে আটটি ধারায় মামলা রুজু করা হয়েছে।