Advertisment

Abdul Karim Chowdhury: তৃণমূল 'সেনাপতি'কে বাঁদরের সঙ্গে তুলনা প্রবীণ বিধায়ক আব্দুল করিমের, কুণালকে বহিষ্কারের দাবি

Age limit debate in TMC: নাম নিলেন না, কিন্তু কাকে ইঙ্গিত করলেন ইসলামপুরের প্রবীণ বিধায়ক?

author-image
IE Bangla Web Desk
New Update
abdul karim chowdhury age limit debate in tmc abhishek banerjee mamata banerjee kunal ghosh , আব্দুল করিম চৌধুরী তৃণমূলে বয়সসীমা বিতর্ক মমতা অভিষেক ব্যানার্জী কুণাল ঘোষ

Abdul Karim Chowdhury: সুযোগ বুঝে ফের চাঁচাছোলা আব্দুল করিম চৌধুরী।

Abdul Karim Chowdhury on age limit debate in TMC: বয়সসীমা বিতর্কে (age limit debate in TMC) তৃণমূলে তীব্র টানাপোড়েন। এবার এই ইস্যুতে মুখ খুললেন ইসলামপুরের প্রবীণ তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। মুখে নাম নেননি, তবে দলের 'সেনাপতি'র নেতৃত্ব নিয়ে আপত্তি তুলেছেন। পাশাপাশি দলের প্রবীণ-নবীন বিতর্কে চর্চায় থাকা অন্যতম কুণাল ঘোষকেও (Kunal Ghosh) বহিষ্কারের দাবি তুলেছেন আব্দুল করিম চৌধুরী।

Advertisment

নানা ইস্যুতে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে আগেই প্রশ্ন তুলে বিতর্কিত ইসলামপুরের বিধায়ক। এদিনও শাসক কূলের অন্দরের বিতর্কে নয়া মাত্রা যোগ করেছেন তিনি। বলেছেন, 'প্রবীণদের ছাড়া বাংলা কেন, কোনও রাজ্য, এমনকী দেশও চলবে না। বাঁদরের হাতে নারকেল দেওয়া আর কী..যে সেনাপতি হয়েছে না! আগেই বলেছিলাম মমতাদিকে যে, বাচ্চা ছেলে, বালক। সঙ্গে রাখুন। কিন্তু পুরো ক্ষমতা দেবেন না। বাচ্চা ছেলে, শিশু।'

আরও পড়ুন- ঐতিহ্যবাহী কার্জন গেট তৈরি মমতার আমলে! সায়নীর ইতিহাস ওলটপালট মন্তব্যে জোর শোরগোল

কে 'সেনাপতি'? সরাসরি নাম কারোর নাম করেননি আব্দুল করিম চৌধুরী। তবে 'সেনাপতি' বলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন বলে রাজনৈতিক মহল মনে করছে। কারণ তৃণমূলে অলিখিত ভাবেই মমতার উত্তরসূরি হিসেবে দেখা হয় অভিষেককে। 'মমতা যদি দলের কাণ্ডারী হন, তাহলে অভিষেক তাঁর সেনাপতি', প্রায়ই এই মন্তব্য করেন কুণাল ঘোষ সহ দলের অন্য নেতারা। সেই আবহে আব্দুল করিমের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

কুণাল ঘোষ তৃণমূলের রাজ্য মুখপাত্র। দলে বয়সসীমা বিতর্কে নানা মন্তব্যে তিনি অতি সক্রিয়। চাঁচাছোলা আক্রমণ করেছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মত দলের প্রবীণ সাংসদদের। এই পরিস্থিতিতে ইসলামপুরের বিতর্কিত আব্দুল করিম চৌধুরী বলেছেন, 'কুণাল ঘোষ অনেক কথা বললেন, শুনেছি আমরা। মমতাদির উচিত ছিল ওঁকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া।'

তাঁকে বরখাস্ত করা নিয়ে দলেরই বিধায়ক আব্দুল করিমের তোলা দাবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেছেন, 'ওনার আমাকে যদি বরখাস্ত করার বাসা থাকে তাহলে একটা পাতায় লিখে সই করে আমার কাছে পাঠিয়ে দিন। স্মারক হিসাবে রেখে দেবে।' বয়সসীমা বিতর্ক প্রবীণ বিধায়কের মুখ খোলা নিয়ে কুণাল বলেছেন, 'যাঁরা আজ টিভিতে ওনাকে দেখেছেন কথা বলতে, তাঁরা স্পষ্টতই বুঝছেন কেন তরুণ প্রজন্মকে নেতৃত্বে আনলে অসুবিধা আছে।'

আরও পড়ুন- ফের ভারতে সেরার সেরা বাংলার সম্পদ, রাজ্যের পঞ্চরত্ন পাচ্ছে জিআই তকমা

আব্দুল করিমের মন্তব্য প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদা বলেছেন, 'তৃণমূলে একটিই পোস্ট। রাজার পর যেমন তাঁর ছেলে বা মেয়ে উত্তরাধিকারী হন। তৃণমূলও তেমনই, একটা কোম্পানি। নবীন আর প্রবীণের মধ্যে এখন দরাদরি চলছে। মাল ঝাড়াতে কে কত ভাগ পাবে, সেই নিয়ে লড়াই। করিম সাহেবের কাছে মাল পৌঁছচ্ছে না তাই মুখ খুলেছেন। পৌঁছলে ঠান্ডা হয়ে যাবেন।' প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, 'দৈত্যকুলের সংঘাত চলছে। সবই তো দৈত্য। এগুলো চলবে। আরও ভয়ঙ্কর ঘটনা ঘটবে। এখনও পর্যন্ত তো কেউ খুন হননি। এর পর খুনও হবে।'

আরও পড়ুন- বয়স এখনও তিন পেরোয়নি, ঠোঁটের ডগায় ২৪ দেশের রাজধানীর নাম, বিরল প্রতিভায় বাজিমাত

tmc Mamata Banerjee abhishek banerjee Kunal Ghosh abdul karim chowdhury
Advertisment