Advertisment

ভাইপোর বিয়ে, কোন ভূমিকায় পিসি মমতা?

কার্শিয়াংয়ে বসছে বিয়ের আসর, ইতিমধ্যেই দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Education Minister Bratya Basu said Mamata Banerjee is Chaitanyadevs worthy successor , চৈতন্যদেবের সার্থক উত্তরসূরী মমতা ব্যানার্জী বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

মমতার সঙ্গে মনীষীদের তুলনায় বিতর্ক।

উত্তরবঙ্গ সফরে দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী। ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই মূলত পাহাড়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। অবশ্য এই সফরেও বেশ উত্তরের চার জেলায় বেশ কয়েকটি সরকারি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বুধবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে নিজেই আ বেশের বিয়ে ও তাঁর এই সফর নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভাইপো কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে তিনি। তিনি কলকাতার একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন। সূত্রের খবর, কলেজের সহপাঠী কার্শিয়াংয়ের বাসিন্দা দীক্ষা ছেত্রীর সঙ্গে বিয়ে হতে চলেছে আবেশের। সেই অনুষ্ঠানে যোগ দিতেই বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের কার্শিয়াং গিয়েছেন মমতাও।

আবেশের বিয়ে প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেছেন, 'আমাদের পরিবারের এক ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে পাহাড়ি মেয়ের। যে বিয়ে করছে, সেও ইয়ং ছেলে, ডাক্তার। যাকে বিয়ে করছে সেও ডাক্তার। পাত্রীটি পাহাড়ি মেয়ে। বন্ধু, দু'জন দুজনকে ভালবাসে।'

এরপরই মুখ্যমন্ত্রীর দাবি করেন, 'আমি কোনও পারিবারিক অনুষ্ঠানে থাকি না। কালও (বৃহস্পতিবার) থাকব না। তবে বিয়ের পর ওরা (নবদম্পতি) আমার কাছে আর্শীবাদ নিতে আসবে। এটাই আমার বৃহস্পতিবারের কর্মসূচি।'

এই বিয়ের বিষয়টিকে নিজের মত করে ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেছেন, 'পাহাড়ের সঙ্গে সমতলের একটা রক্তের বন্ধন, হৃদয়ের বন্ধন রয়েছে। সেটা অস্বীকার করার জায়গা নেই।'

কার্শিংয়ে বিয়ে হলেও কলকাতার ইকো পার্কে রিসেপশন হবে আবেশ ও দীক্ষার।

আরও পড়ুন- ভাইপোকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন মমতা! কী এমন বললেন?

Mamata Banerjee darjeeling tmc
Advertisment