Abhijit Gangopadhyay-Calcutta High Court: এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তাঁর বিরুদ্ধে এর আগে FIR দায়ের হয়েছিল। সেই FIR-কে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন তমলুকের BJP প্রার্থী। তাঁর মামলাটি গৃহীত হয়েছে। আগামিকাল সেই মামলার শুনানি হতে পারে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।
বিচারপতির চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। BJP তাঁকে তমলুক কেন্দ্র থেকে এবারের লোকসভা ভোটে (Lok Sabha Polls 2024) প্রার্থী করে। সেই তমলুকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা-ভাঙচুর-সহ বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের হয়েছে। এমনকী প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা হয়েছে। পুলিশ তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। সূত্রের খবর, সেই FIR খারিজের আবেদন করেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- Kolkata Weather Today: আজ থেকেই চড়বে পারদ! এবার আরও ভয়ঙ্কর তাপপ্রবাহের কবলে পড়তে পারে বাংলা?
তমলুক কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার সময়ে গন্ডগোলের সূত্রপাত। সেই সময়ে তমলুক হাসপাতালে মোড়ে চাকরিহারা শিক্ষকরা অনশন আন্দোলন করছিলেন। তমলুকের বিজেপি প্রার্থী অনশনমঞ্চের কাছে পৌঁছোতেই বিক্ষোভ শুরু হয়। তাঁকে লক্ষ্য করে শুরু হয় স্লোগানিং। এমনকী ধাক্কাধাক্কি পর্যন্ত শুরু হয়ে যায়। সেই সময়ে ওই এলাকা দিয়েই মিছিল করে যাচ্ছিলেন বিজেপি নেতা-কর্মীরা। সেই সময়ে শুভেন্দু অধিকারী, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে চোর-চোর স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ।
এরই মধ্যে জনা কয়েক BJP কর্মী চাকরিহারা শিক্ষকদের দিকে তেড়ে যান বলে অভিযোগ। অনশনমঞ্চে থাকা বেশ কিছু চেয়ারও ভাঙচুর হয়। আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় BJP কর্মীদের। এর জেরে কয়েকজন আহতও হয়েছিলেন। সেই ঘটনার জেরেই তমলুকের BJP প্রার্থীর বিরুদ্ধে FIR দায়ের করে পুলিশ। সেই FIR খারিজের আবেদন এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।