Advertisment

Abhijit Gangopadhyay-Mamata Banerjee: নাম না নিয়ে মমতাকেই তীব্র টিপ্পনি অভিজিতের, যা সব বললেন…চর্চা তুঙ্গে!

Abhijit Gangopadhyay-Mamata Banerjee: এর আগে যখন বিতারপতি ছিলেন সেই সময়ে মুখ্যমন্ত্রীকে এভাবে আক্রমণ তিনি করেননি। বরং তাঁর প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এখন তিনি আর বিচারপতির পদে নেই। চাকরিতে ইস্তফা দিয়েই সটান ঢুকে পড়েছেন রাজনীতির আঙিনায়। বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন এই বিচারপতি। সম্ভবত সব ঠিকঠাক এগোলে তমলুক থেকে বিজেপি তাঁকে প্রার্থী করতে পারে। মঙ্গলবার তমলুকে জনসংযোগের কাজে এসেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Abhijit Ganguly claims that Mamata Banerjee is trying to resign

Abhijit Gangopadhyay-Mamata Banerjee: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Abhijit Ganguly on Mamata Banerjee: গতকালই CAA নির্দেশিকা জারি হয়েছে। তারপর থেকে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার বিরোধী রাজনৈতিক দলগুলি। এরাজ্যে তৃণমূল (TMC) আগে CAA-র প্রতিবাদে অগ্রণী ভূমিকা নিয়েছে। এরপর কেন্দ্রের এই পদক্ষেপের পরেই ফের গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেপ্রসঙ্গেই এবার সরাসরি নাম না নিয়ে তৃণমূল সুপ্রিমোকে একহাত নিলেন সদ্য রাজনীতির আঙিনায় পা রাখা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

Advertisment

CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা প্রসঙ্গে তাঁর না নিয়ে কী বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

"CAA তে মানুষের ক্ষতির কোনও সম্ভাবনা নেই। যে কোনও দেশেই এটা চালু হতে পারে। বিকৃত করে প্রচার চালাচ্ছে তৃণমূল। কারও নাগরিকত্ব যাবে না। নাগরিকত্ব দেওয়া হবে অনেককে। উনি অসত্য ভাষণে পটু। এই অসত্য ভাষণের তুমুল প্রতিবাদ হবে।"

এরাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না বলেছেন মুখ্যমন্ত্রী। সেই ইস্যুতেও এদিন তাঁর নাম না নিয়ে অভিজিৎ গাঙ্গুলি বলেছেন, "উনি এসব বলে মানুষকে উত্তেজিত করছেন। উনি সাম্প্রদায়িক বিভেদ ছড়াচ্ছেন। সারাক্ষণ অসত্য ভাষণ দেন।"

আরও পড়ুন- yusuf-Kirti-Shatrughna: ‘ইউসুফ-কীর্তি-শত্রুঘ্নদের ভোট নয়’, তৃণমূলকে ‘টাইট’ দিতে ‘জমাটি কায়দায়’ মাঠে কারা জানেন?

এরাজ্যে এখনও পর্যন্ত মোট ২০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে BJP। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বলে জল্পনা তুঙ্গে। যদিও এব্যাপারে BJP-র তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবেই এলাকায় জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন প্রাক্তন বিচারপতি।

আরও পড়ুন- মর্মান্তিক কাণ্ডে রক্তের স্রোত! রেহাই মেলেনি শিশুরও! মৃত্যু-মিছিলে হাহাকার! বুক চাপড়াচ্ছেন স্বজনহারারা

এদিকে, অভিজিৎ গাঙ্গুলির নামে তমুলকের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। প্রাক্তন বিচারপতিকে কটাক্ষ করে সেই পোস্টারে বেশ কিছু মন্তব্যও করা হয়েছে। সে প্রসঙ্গে এদিন প্রাক্তন বিচারপতি বলেন, "এটা স্বভাব। একশ্রেণির মানুষের কাজ। এটা নিয়ে ভাবার কিছু নেই। বাংলায় সুস্থ পরিবেশ গড়ে তুলতে আমাদের লড়াই করতে হবে।"

Mamata Banerjee loksabha election 2024 Abhijit Ganguly
Advertisment