Advertisment

CBI-তে 'উষ্মা' বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, বললেন, 'ব্যক্তিগতভাবে কথা বলার প্রয়োজন'

'যেটা ভুল সেটা ভুলই, যেটা ঠিক সেটা ঠিক। এটা সিবিআইকে তদন্তের সময় মাথায় রাখতেই হবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
2 primary recruitment cases transfered from justice abhijit ganguly's bench

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

দুর্নীতির তদন্তে আসল দোষীরা শাস্তি পাবে কিনা তা নিয়ে বৃহস্পতিবার সন্দেহ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় সংস্থার তদন্তে উষ্মা ঝড়ে পড়ল বিচারপতির। নজিরবিহীনভাবে বললেন, 'ব্যক্তিগত ভাবে সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলার প্রয়োজন।'

Advertisment

কেন এমন বললেন বিচারপতি? শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মামলার শুনানি ছিল। সেই শুনানির সময়ে সিবিআইয়ের কোনও আধিকারিক উপস্থিত ছিলেন না। এতেই ক্ষুব্ধ হনবিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরই তাঁকে বলতে শোনা যায় যে, 'আমার ব্যক্তিগত ভাবে সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলার প্রয়োজন ছিল।' তবে কী কারণে কথা বলতে চান তা স্পষ্ট হয়নি।

দুর্নীতির তদন্ত এগোতেই শ্রীঘরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। এছাড়াও হেফাজতে রয়েছেন এসএসসির বেশ কয়েকজন শীর্ষ আধিকারীক। প্রভাবশালী গ্রেফতারের প্রেক্ষিতেই এ দিন বিচারপতি সিবিআইকে স্পষ্ট বলেন যে, 'যে সব প্রভাবশালী ব্যক্তিকে দুর্নীতি কাণ্ডে সিবিআই জেরা করেছে বা যারা সিবিআইয়ের নজরে রয়েছেন তাঁদের প্রয়োজনে গ্রেফতার করুক পারে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।'

বিচারপতির সাফ নির্দেশ, 'যেটা ভুল সেটা ভুলই, যেটা ঠিক সেটা ঠিক। এটা সিবিআইকে তদন্তের সময় মাথায় রাখতেই হবে।'

cbi Calcutta High Court partha chatterjee Corruption Manik Bhattacharya Abhijit Ganguly
Advertisment