/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Abhijit-Gangopadhyay-Mamata-Banerjee.jpg)
Abhijit Gangopadhyay-Mamata Banerjee: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Abhijit Gangopadhyay-Mamata Banerjee: আবারও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার মহিষাদলের নির্বাচনী সভা থেকে তৃণমূল সুপ্রিমোকে ঝাঁঝালো আক্রমণ তমলুকের BJP প্রার্থীর। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিন নির্বাচনী মঞ্চ থেকে এদিন তিনি নাম না করে তুমুল আক্রমণ শানিয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee)।
কী বলেছেন অভিজিৎ গাঙ্গুলি?
"মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন। কারণ, এই চুরির মক্ষীরাণির পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো। তিনি একজন চুরির রানি হিসেবে পরিচিত হয়েছেন। তাঁকে মুখ্যমন্ত্রী বদল করতেই হবে। তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন, যিনি তাঁর নিকট-আত্মীয়।"
তিনি আরও বলেন, "তিনি বুঝে গেছেন আমি এবার চুরি করে চলে গেছি। আমার আত্মীয়কে বসিয়ে গেছি বাকি চুরি সে করবে। সন্দেশখালির বাঘ আজ জেলখানায় ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে। বাঘ ছগালে পরিণত হয়েছে। রাজ্যের পুলিশ তাকে আড়াল করেছিল। শেষে হাইকোর্টের চাপে তা আর পারেনি।"
এদিন মহিষাদলের এই নির্বাচনী সভায় হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও। আক্রমণাত্মক বক্তৃতায় তিনিও এদিন তুলোধনা করেছেন রাজ্যের শাসকদলকে।