Advertisment

Abhijit Ganguly: অভিজিতের প্রার্থীপদ বাতিলের জোরাল দাবি কংগ্রেসের! কেন আপত্তি?

BJP VS Congress: অভিজিত গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন তিনি। নির্বাচনী বন্ড ঘিরে বিতর্কের রেশ টেনে জয়রাম লেখেন, 'জাতির জনককে রক্ষা করতে চাঁদার জনক কী করবেন?'

author-image
IE Bangla Web Desk
New Update
Abhijit Ganguly Gandhi and Godse bjp congress jairam ramesh Lok Sabha poll 2024 , গান্ধী গডসের মধ্যে একজনকে বাছতে না পারায় বিজেপির তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়র প্রার্থীপদ প্রত্যাহারের দাবি কংগ্রেসের জয়রাম রমেশের

Tamluk Lok Sabha Poll 2024: কী এমন হল যে প্রাক্তন বিচারপতির প্রার্তী পদ প্রত্যাহারের দাবি তুলল কংগ্রেস?

Lok Sabha Election 2024: বিচারকের চেয়ার থেকে ইস্তফা দিয়ে নেমেছেন ভোটযুদ্ধে। রাজনীতিতে নবাগত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। দেওয়াল লিখন, প্রচার শুরু হয়েছে। এসবের মধ্যেই অভিজিতবাবুর প্রার্থীপদ প্রত্যাহারের দাবি জানিয়েছে কংগ্রেস! দাবির নেপথ্যে কারণ ব্যাখ্যা করেছেন হাত শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পদাক জয়রাম রমেশ।

Advertisment

আরও পড়ুন- Dilip Ghosh: এবার মমতার পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন দিলীপের! ফের বিতর্কিত মন্তব্যে হুলস্থূল! সরব তৃণমূল

বিজেপিতে যোগ দিয়েই একাধিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় যে, মহাত্মা গাঁধী না নাথুরাম গডসে- কাকে বেছে নেবেন তিনি? জবাবে প্রাক্তন বিচারপতি সাফ বলে দেন, 'আইন পেশার একজন হিসাবে, আমাকে অবশ্যই গল্পের অন্য দিকটি বোঝার চেষ্টা করতে হবে। আমাকে অবশ্যই তাঁর (নাথুরাম গডসে) লেখা পড়তে হবে এবং বুঝতে হবে কী কারণে তিনি মহাত্মা গান্ধীকে হত্যায় উদ্বুদ্ধ হয়েছিলেন। ততক্ষণ পর্যন্ত, আমি গান্ধী এবং গডসের মধ্যে কোনও একজনকে বেছে নিতে পারব না।' অর্থাৎ অভিজিতবাবু ওই ঐতিহাসিক ঘটনার নেপথ্যে সব দিক খতিয়ে দেখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন।

আরও পড়ুন- Bengal Assembly By-Elections 2024: শেষপর্যন্ত শিকে ছিঁড়ল সজলের, বাংলার দুই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির

দুয়ারে লোকসভা নির্বাচন। তার আগে অভিজিতের সেই মন্তব্য তুলে ধরেই আক্রমণ শানিয়েছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাক জয়রাম রমেশ সোশাল মিডিয়ায় লেখেন, 'শুধু হতাশার নয়, এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি, যিনি প্রধানমন্ত্রীর আশীর্বাদধন্য হয়ে বিজেপি-র প্রার্থী হতে বিচারপতির পদ থেকে ইস্তফা দেন, তিনি গান্ধী এবং গডসের র মধ্যে থেকে কোনও একজনকে বেছে নিতে পারছেন না। এটা একেবারেই মেনে নেওয়া যায় না। যাঁরা মহাত্মা গাঁধীর উত্তরাধিকার কব্জা করার কোনও সুযোগই হাতছাড়া করে না, অবিলম্বে ওঁর প্রার্থিপদ প্রত্যাহার করা উচিত তাঁদের।'

অভিজিত গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন তিনি। নির্বাচনী বন্ড ঘিরে বিতর্কের রেশ টেনে জয়রাম লেখেন, 'জাতির জনককে রক্ষা করতে চাঁদার জনক কী করবেন?'

আরও পড়ুন- ED Summon: আরও মরিয়া ED, মমতার আরও এক মন্ত্রীকে তড়িঘড়ি তলব

2024 General Election Abhijit Ganguly CONGRESS bjp loksabha election 2024 Tamluk
Advertisment