Abhijit Ganguly-Lok Sabha Budget Session: বাজেট বিতর্কে বলতে উঠে সাংসদদের কার্যত অর্থনীতির পাঠ পড়ালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি সংসদে বাজেট বিতর্কে বলতে ওঠেন। মঙ্গলবার, লোকসভায় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বিতর্কে শাসকপক্ষের তরফে বলতে উঠে বাজেটের ভূয়সী প্রশংসা করেন তমলুকের সাংসদ।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য
তিনি বলেন, 'আমরা ধনী মানুষের কথা বলছি না। আমরা চাকরির জগতের ব্যাপারে কথা বলছি। চাকরিজীবীরা ধনী নন। যদি না তাঁরা প্রচুর ঘুষ খান তো! এটা অবশ্য তাঁদের (বিরোধীদের) জানা নেই। তাঁদের জানতে হবে। যখন বাজারে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হিসেবে আসে, নতুন শিল্প পরিচিতি লাভ করে। অতিরিক্ত চাহিদা পূরণের জন্য কাঠামো তৈরি হয়। আমাকে দেশের সংসদে বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আমাদের নেতা নরেন্দ্র মোদী, অন্যান্য প্রবীণ নেতাদের, সতীর্থদেরকে ধন্যবাদ জানাই।'
আরও পড়ুন- ‘উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সঙ্গে জোড়া হোক’, মোদীকে প্রস্তাব সুকান্তর
এই বাজেট কেন সাধারণ মানুষের, তা ব্যাখ্যা করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, 'বিরোধীরা কেন এই বাজেটের সমালোচনা করছেন, সেটা আমি বুঝতে পারছি না। এই বাজেটকে শুধু ভালো বলাটা কমই বলা হয়। এটা এক সার্বভৌম এবং গণতান্ত্রিক দেশের বাজেট। তাদের (বিরোধীদের) জানা উচিত যে এই বাজেটে আয়করে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন দেওয়া হয়েছে। বিরোধীরা বোকামি করে তার প্রশংসা করেননি। কিন্তু, আমি প্রায় ৩০ বছরেরও বেশি সময় বিচার বিভাগে কাটিয়ে এসেছি। আমি বুঝতে পারছি যে এই স্ট্যান্ডার্ড ডিডাকশন চাকরিজীবীদের বিপুল অর্থ সঞ্চয়ের সুযোগ দেবে। আমি কেন চাকরিজীবীদের কথা বলছি? কারণ, চাকরিজীবীরাই এই স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পাবেন। চাকরিজীবীরা বেশিরভাগই মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত ঘরের। স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।'
বাজেটে কীভাবে কৃষি থেকে শিল্পের প্রতি নজর দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'যখন বিপুল পরিমাণ অর্থ বাজারে আসবে, তখন প্রচুর চাহিদা তৈরি হবে। আমি একে বোতলে ঢোকানো দৈত্য বলব না। শুধু বলব, এতে বাজারে এক ঢেউয়ের সঞ্চার হবে। এতে শিল্প, কৃষিক্ষেত্রে চাহিদা বাড়বে। আমি বিরোধীদের মুখ থেকে অর্থনীতি নিয়ে একটা কথাও শুনলাম না। তাঁরা শুধু তথ্যের পর তথ্যই দিয়ে গেলেন। যখন সাধারণ মানুষের হাতে অর্থ আসবে, তখন প্রশ্ন আসবে, কতটা অর্থ সঞ্চয় করব, আর কতটা ভোগের জন্য ব্যয় করব? অর্থনীতিতে একে বলে এমপিএস এবং এমপিসি। এমপিএস মানে ন্যূনতম সঞ্চয়। আর, এমপিসি মানে হল ন্যূনতম ভোগের জন্য ব্যয়। এটা সব সময় সত্য যে ভোগব্যয় সঞ্চয়ের চেয়ে বেশি হয়।'