Advertisment

Abhijit Ganguly vs ISF: তমলুকে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে প্রার্থী দিল ISF, পরিচয় জানলে চমকে যাবেন

ISF Candidate List 2024: একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা! রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায় দিয়ে চাকরিপ্রার্থীদের ভগবানে পরিণত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই তিনি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন। তমলুক লোকসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। এবার তাঁরই বিরুদ্ধে তমলুকে এক চাকরিপ্রার্থীকে ভোটের প্রার্থী করল নওশাদ সিদ্দিকির দল আইএসএফ।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhijit Ganguly, Lok Sabha Elections 2024

রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায় দিয়ে চাকরিপ্রার্থীদের ভগবানে পরিণত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

ISF Candidate List 2024: একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা! রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায় দিয়ে চাকরিপ্রার্থীদের ভগবানে পরিণত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই তিনি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন। তমলুক লোকসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। এবার তাঁরই বিরুদ্ধে তমলুকে এক চাকরিপ্রার্থীকে ভোটের প্রার্থী করল নওশাদ সিদ্দিকির দল আইএসএফ।

Advertisment

প্রসঙ্গত, মাহিউদ্দিন আহমেদ ওরফে মাহি ২০১৬ সালে তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে চাকরির দাবিতে মামলা করেছিলেন। উচ্চপ্রাথমিকে নিয়োগে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রথম য়ে স্থগিতাদেশ দিয়েছিলেন সেই মামলার অন্যতম মামলাকারী ছইলেন মুর্শিদাবাদের বাসিন্দা মাহি। এবার ভোটের ময়দানে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে সম্মুখ সমরে মাহি। এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায়।

হঠাৎ ধরনামঞ্চ থেকে ভোটের ময়দানে কীভাবে, তার উত্তরে একটি বাংলা সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বঞ্চিতদের কথা তুলে ধরতেই তিনি সংসদীয় রাজনীতিতে পা রাখতে চান। তবে কি জেনেবুঝেই তাঁকে অভিজিতের বিরুদ্ধে প্রার্থী করল নওশাদের দল, তার উত্তরে মাহি বলেছেন, আইনি দোহাই দিয়ে নিয়োগ আটকে রাখা হয়েছে। চাকরিপ্রার্থীদের কথা তুলে ধরার মতো পরিবেশ তৈরি হয়েছে তমলুক কেন্দ্রে। ওখানে চোর, বিচারপতি থেকে আইনজীবী সবাই রয়েছেন বলে দাবি তাঁর।

আরও পড়ুন Premium: এই রাজ্য থেকেই করেছিলেন রেকর্ড! লোকসভা নির্বাচন এলেই উঠে আসে অনিল বসুর নাম 

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, আইএসএফ তমলুক কেন্দ্রে প্রার্থী দেওয়ায় ভোট কাটাকাটিতে বিজেপি প্রার্থীর সুবিধা হবে। যদিও সেই ব্যাখ্যা নস্যাৎ করেছেন মাহি। তাঁর দাবি, শুধু চাকরিপ্রার্থী এবং বাংলার বেকারদের প্রতিনিধিত্ব করছেন তিনি। অন্য কোনও সমীকরণ নেই এখানে। এখনও পর্যন্ত বাংলার ১৭টি লোকসভা আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। বামেদের সঙ্গে তাদের জোট আগেই ভেস্তে গিয়েছে।

ISF Abhijit Ganguly tmc bjp loksabha election 2024 Tamluk
Advertisment