Advertisment

Justice Abhijit Ganguly: শুভেন্দু সহ তৃণমূল নেতারা নারদ কাণ্ডে চক্রান্তের শিকার! মন্তব্য বিজেপিমুখী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!

Narada Case: দুর্নীতি বিরোধী অভিযানে নেমে কেন নারদ মামলা নিয়ে এমন বললেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি?

author-image
IE Bangla Web Desk
New Update
Abhijit Ganguly says all TMC leaders including Shuvendu Adhikari are victims of conspiracy in Narada case , শুভেন্দু সহ তৃণমূল নেতারা নারদে কাণ্ডে চক্রান্তের শিকার! মন্তব্য বিজেপিমুখী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!

Narada Sting Operation: তৃণমূল নেতৃত্বের দাবিতেই সিলমোহর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের?

Former Justice Abhijit Ganguly On Narada Case: দুর্নীতি বিরোধী লড়াইয়ে বিচারপতির চেয়ার ছেড়ে রাজনীতিতে এসেছেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগ দিচ্ছেন বিজেপিতে। এই দলেই রয়েছেন নারদ দুর্নীতি মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে বিজেপিমুখী অভিজিৎবাবুকে প্রশ্ন ছিল, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নারদ কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছিল! সেই এখন তাঁর কী মত? জবাবে প্রাক্তন বিচারপতি সাফ বলে দেন, 'শুভেন্দু চক্রান্তের শিকার।'

Advertisment

নারদ মামলায় তৃণমূলেরও তৎকালীন বহু সাংসদ, মন্ত্রী, নেতাকে টাকা নিতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। সে প্রশ্নের জবাবেও অভিজিৎবাবু বলে দেন, 'অবশ্যই তাঁরাও চক্রান্তের শিকার।'

আরও পড়ুন- Justice Abhijit Ganguly: কেন সিপিআইএম বা কংগ্রেসে যোগ নয়? ব্যাখ্যা দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

অর্থাৎ যে নারদ মামলা নিয়ে ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে হইচই করেছিল বিজেপি, সেই মামলাতেই শুভেন্দু সহ সব তৃণমূল নেতাদেরই ক্লিনটিট দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ম্যাথু স্যামুয়েল প্রকাশিত স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ অনুযায়ী নারদ কাণ্ডে রাজ্যের ১৩ জন প্রভাবশালী মন্ত্রী, নেতা হাত পেতে টাকা নিচ্ছেন। অভিযুক্তের তালিকায় ছিলেন তৎকালীন প্রাক্তন তৃণমূল সাংসদ মুকুল রায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল সাংসদ সৌগত রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, সুলতান আহমেদ, কাকলি ঘোষদস্তিদার, মমতা মন্ত্রিসভার মন্ত্রী শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, ফিরহাদ হাকিমদের। এছাড়াও ছিলেন এক আইপিএস অফিসার। তদন্তে নেমে সিবিআই আদালতে দাবি করেছে, ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে নির্বাচনী তহবিলে ওই টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন শাসক দলের মন্ত্রী, সাংসদ, নেতা ও এক পুলিশ কর্তা।

আরও পড়ুন Justice Abhijit Ganguly: ২০২৬ অবধি তৃণমূল টিকবে না, শুধু ২-৩টে গ্রেফতারি চাই: অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এই মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছেন, 'আপনারা যাঁকে সেনাপতি বলেন, আমি তাঁকে তালপাতার সেপাই বলছি। ওঁর চক্রান্তেই এক সাংবাদিক এসব করেছিলেন।' চাঁচাছোলা ভাষায় প্রাক্তন বিচারপতি বলেছেন, 'তালপাতার সেপাইকে সেনাপতি বলছেন, কোন যুদ্ধ জিতেছেন? আমি ভয় পাই না। ডায়মন্ড হারবারে দাঁড়ালেও হারাব।'

Sougata Roy Subrata Mukherjee mukul roy Suvendu Adhikari bjp Sovan Chatterjee Prasun Banerjee tmc Firhad Hakim Narada case justice abhijit ganguly
Advertisment