Advertisment

'টালির ঘরে থাকেন মুখ্যমন্ত্রী', কী প্রমাণে ভোট প্রচারে এসব বললেন অভিষেক?

পঞ্চায়েত ভোটের প্রচার শুরু এবার অভিষেকেরও।

author-image
IE Bangla Web Desk
New Update
abhisek banerjee at hanskhali on panchayat election campaign

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত ভোটের প্রচার শুরু এবার অভিষেকেরও। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নদিয়ার হাঁসখালির সভা থেকে তেড়েফুঁড়ে আক্রমণ শানালেন বিজেপিকে। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের নিশানা থেকে বাদ পড়েনি বাম-কংগ্রেসও। তবে বিজেপিকে নিশানা করতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অলআউট আক্রমণে ঝাঁপালেন তৃণমূল সাংসদ। দুর্নীতি ইস্যুতে বিজেপিকে বিঁধতে গিয়ে অভিষেক টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও।

Advertisment

'৩০ বছর আগে মমতা ব্যানার্জি যে টালির ঘরে বাস করতেন, আজও সেই ঘরেই তিনি বাস করেন। প্রধানমন্ত্রী ১০ লক্ষ টাকার শুট পরেন। ৮ হাজার কোটির বিমানে বিদেশ সফরে যান প্রধানমন্ত্রী।' পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে এদিন হাঁসখালিতে এমনই মন্তব্য শোনা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখে।

তবে এরই পাশাপাশি তাঁকে কেন্দ্রীয় সংস্থার তলব নিয়েও সুর চড়িয়েছেন তিনি। অভিষেকের কথায়, 'বিমানবন্দরে আমার স্ত্রী, সন্তানকে আটকেছে। মাথা নত না করায় আমাকে হেনস্থা। প্রধানমন্ত্রীর ১০ গুণ বেশি জেদ আমার। ইডি, সিবিআই লাগিয়ে আমার কিছুই করতে পারেনি। দিল্লির বহিরাগতদের কাছে মাথা নত করব না।'

এরই পাশাপাশি দলের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে কোনও মতেই আপোস করা হবে না বলে এদিন সাফ বর্তা দিয়েছেন অভিষেক। এপ্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, 'কারও বিরুদ্ধে অভিযোগ এলে খতিয়ে দেখব। সত্যতা প্রমাণ হলে যত বড় নেতার ছত্রছায়ায় থাকুক, দল বহিষ্কার করার আগে ভাববে না। পঞ্চায়েতে আগামী দিনে পরিষেবা ন পেলে আমাদের জানাবেন।'

আরও পড়ুন- বড় বিপদ থেকে রক্ষা মমতার, তবে চোট পায়ে ও কোমরে

এছাড়া এদিন ফের একবার অভিষেকের গলায় শোনা গিয়েছে 'দিল্লি চলো'র ডাক। এপ্রসঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড জানান, পঞ্চায়েত ভোট শেষের এক থেকে দেড় মাসের মধ্যে 'দিল্লি চলো'র ডাক দেবে তৃণমূল। এরাজ্যে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।

দিল্লিতে গিয়ে আন্দোলনের মাধ্যমে সেই টাকা আদায়ের হুঁশিয়ারি তৃণমূলের শীর্ষ নেতার। ১০০ দিনের কাজের টাকা আদায়ে প্রয়োজনে দিল্লির কৃষক ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান আন্দোলনের ডাকও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

panchayat election 2023 abhishek banerjee modi bjp tmc Mamata Banerjee
Advertisment