Advertisment

চোখে সানগ্লাস, পিঠে ব্যাকপ্যাক, নিউইয়র্কের রাস্তায় 'হিরো'র লুকে অভিষেক!

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে সেলফি তোলেন নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

author-image
IE Bangla Web Desk
New Update
ED starts confiscation of assets of Abhishek Banerjees Leaps and Bounds

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

চোখে সানগ্লাস, পিঠে কালো ব্যাকপ্যাক। নিউইয়র্কের টাইমস স্কোয়ারে সেলফি নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের 'যুবরাজের' সেই ছবি মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চোখের চিকিৎসা করাতে আমেরিকায় গিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

চোখের চিকিৎসা করাতে এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ইনস্টাগ্রামে নিজের সানগ্লাস পরা একটি ছবি পোস্ট করেছেন অভিষেক। সঙ্গে লিখেছেন, 'ব্রাইট সানি সানডে মর্নিং ইন নিউইয়র্ক।' সূত্রের খবর, আগামী মঙ্গলবার অভিষেকের চোখের অস্ত্রোপচার হতে পারে। তার আগে নিউইয়র্কের রাস্তায় খোশ মেজাজে ঘুরতে দেখা গেল তৃণমূল নেতাকে।

আরও পড়ুন- জল-জঙ্গল-পাহাড়ের অপূর্ব মিশেল! কলকাতার কাছেই এপ্রান্ত যেন তাক লাগানো ছবি

এদিকে, রবিবারই হুগলির তারকেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। দুধপুকুরে হাত পা ধুয়ে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহের বাইরে পুজো দিয়েছেন অভিষেক-জায়া।

আরও পড়ুন- স্কুলের অঙ্কের প্রশ্নে ‘শুভেন্দু-নওশাদ’ আঁতাত আঁচ, তুঙ্গে বিতর্ক

পরিবারের মঙ্গল কামনায় পুজো দিয়েছেন রুজিরা। তাঁর সঙ্গে রবিবার মন্দিরে দেখা গিয়েছিল তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু-সহ স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলরকে। মিনিট ৪৫ মন্দিরে থাকার পর বেরিয়ে যান রুজিরা।

TMC MP abhishek banerjee America New York
Advertisment