Mamata Banerjee-Abhisek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee-Abhisek Banerjee: তৃণমূলের অন্দরে 'মমতা বনাম অভিষেক' বিতর্ক কী এবার আরও বেড়ে গেল? কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার একগুচ্ছ অভিযোগ তুলে কলকাতায় (Kolkata) ৪৮ ঘণ্টাব্যাপী ধর্না কর্মসূচি সেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধর্নায় একটি-বারের জন্যও দেখা মেলেনি সর্বভারতীয় তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee)। এনিয়ে আলোচনা বাড়ার আবহেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করে গুঞ্জন আরও তীব্র করেছেন খোদ ডায়মন্ড হারবারের (Diamond Harbour) তৃণমূল সাংসদের (TMC MP) বোন অদিতি গায়েন।
Advertisment
'যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়', তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি গায়েনের (Aditi Gayen) এই ফেসবুক (Facebook) পোস্ট ঘিরেই শুরু হয়েছে তীব্র জল্পনা। ফেসবুক পোস্টে কারও নাম না নিয়ে এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করে বঙ্গ রাজনীতির আঙিনা সরগরম করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের এই সদস্যই।
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রের মোদী সরকারের (Modi Govt) সরকারের বিরুদ্ধে বঞ্চনার একাধিক অভিযোগ তুলে কলকতায় ধর্না কর্মসূচি নেয় তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। মঞ্চ থেকেই ক্যাগের (CAG) রিপোর্ট নিয়ে মোদী সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাগ রিপোর্টে প্রকাশিত তথ্য ‘সব মিথ্যা’ বলেও দাবি করেছেন তিনি।
এদিকে, কলকাতায় তৃণমূলের কেন্দ্র বিরোধী এই ধরনায় রাজ্যের মন্ত্রীদের পাশাপাশি দলের সাংসদদের দেখা গিয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের অনেকেই হাজির থেকেছেন ধর্নামঞ্চে। তবে মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি জল্পনা বাড়িয়েছে, এতে সন্দেহ নেই। তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এই ধর্নার আয়োজন করা হয় কলকাতায়।
একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই সংগঠনের দায়িত্বে ছিলেন। বর্তমানে সংগঠনের সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। সংবাদমাধ্যমে অভিষেকের ধর্নামঞ্চে অনুপস্থিতির বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিতে চাননি তিনি।