Advertisment

'বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হবে', অভিষেকের হুঁশিয়ারি শুনেই পাল্টা জবাব শুভেন্দুর

তৃণমূলের শহিদ সভায় ফের একবার বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যেপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
abhisek banerjee speech on tmc 21 july rally

একুশের সভামঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

লোকে লোকারণ্য তৃণমূলের একুশের সভাস্থল। তৃণমূলের শহিদ সভায় ফের একবার বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যেপাধ্যায়ের। তাঁদের আগামির কর্মসূচি বেঁধে দিলেন একুশের সভামঞ্চ থেকেই। এবার বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা প্রসঙ্গে এদিনই কড়া জবাব দিয়েছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

Advertisment

শুক্রবার ধর্মতলার সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যেপাধ্যায় বলেছেন, 'ব্লকে ব্লকে-বুথে বুথে বিজেপি নেতাদের তালিকা তৈরি করুন। আগামী ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। বয়স্কদের ছাড় দেবেন। আগামী ৫ অগাস্ট কোচবিহার থেকে কাকদ্বীপ ৩৪১টি ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘেরাও চলবে। তারপর দিল্লির দফতরও ঘেরাও হবে। দিল্লির বহিরাগতদের কাছে মাথানত করব না।'

আরও পড়ুন- একুশের সভা ছেড়ে কোথায় গেলেন এই তৃণমূলকর্মীরা? জানলে অবাক হবেন!

এরই পাশাপাশি ১০০ দিনের কাজে বকেয়া আদায়ে ফের একবার 'দিল্লি চলো'র ডাক তৃণমূল নেতার। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখানোর ডাক তৃণমূল সাংসদের। অভিষেকের কথায়, '২ অক্টোবর ট্রেনে বসে একবুক আশা নিয়ে জোড়াফুলের পতাকা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে দিল্লি যাব। দিল্লি থেকে বাংলার বকেয়া আদায় করবই।'

এদিকে, অভিষেকের বাড়ি ঘেরাও হুঁশিয়ারি শুনেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ''ভাইপো শুনে রাখুন, ইতিমধ্যেই এফআইআর-এর আবেদন নিয়ে আপনার বিরুদ্ধে কোর্টে গিয়েছি। একটা বিজেপি কর্মীর বাড়ি ঘিরে দেখুন। সংসদে আপনাদের ঘেরাও করা হবে।''

abhishek banerjee West Bengal bjp tmc Mamata Banerjee Shahid Diwas
Advertisment