Advertisment

বকেয়া চেয়ে দিল্লি এবার কাঁপাবে তৃণমূল! আজ রাতেই গুরুত্বপূর্ণ বৈঠকে অভিষেক

রাজ্যের বকেয়া টাকার দাবিতে এবার দিল্লির দরবারে তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjees eye problem again

অভিষেক ব্যানার্জি।

রাজ্যের বকেয়া আদায়ে এবার দিল্লির দরবারে তৃণমূল। সোম ও মঙ্গলবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি রাজ্যের শাসকদলের। এই কর্মসূচি নিয়ে একেবারে শেষ মুহূর্তের কিছু আলোচনা সেরে নিতে জোর তৎপরতা তৃণমূলের। তৃণমূল সূত্রে খবর, আজ রাতে দিল্লিতে হতে চলেছে গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকের নেতৃত্বে থাকবেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রবিবারের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের অন্য নেতারা দিল্লিতে পৌঁছে যাচ্ছেন। দলের মন্ত্রী-সাংসদদের একাংশ রবিবার দুপুরেই মধ্যেই দিল্লিতে পৌঁছে যাবেন। আজ রাতে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। আগামিকাল সোমবার ও মঙ্গলবার দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির রূপরেখা তৈরি হবে আজকের এই বৈঠকে।

সোমবার রাজঘাটে কর্মসূচি রয়েছে তৃণমূলের। কিন্তু আগামিকাল জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। ওই দিন রাজঘাটে রাষ্টরপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার শীর্ষস্থানীয় মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি থাকে। তাই আগামিকাল আদৌ রাজঘাটে তৃণমূলের প্রতিনিধিরা ঢোকার অনুমতি পাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। সেক্ষেত্রে বিকল্প কী পদক্ষেপ করা হবে, তা নিয়েও আজ রাতের বৈঠকে কথাবার্তা সেরে নেবেন অভিষেকরা।

আরও পড়ুন- সেপ্টেম্বরেই দাম কমিয়েছিল কেন্দ্র, অক্টোবর পড়তেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

পরের দিন অর্থাৎ, মঙ্গলবার দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচি রয়েছে জোড়াফুলের। এই কর্মসূচির জন্য প্রথমে রেলের কাছে স্পেশাল ট্রেন চেয়ে আবেদন জানিয়েছিল তৃণমূল। যদিও তৃণমূলের আবেদনে সাড়া দেয়নি রেলমন্ত্রক। পরে বাংলা থেকে কমপক্ষে ৫০টি বাস রওনা দিয়েছে দিল্লির উদ্দেশে। বাসেই দিল্লি অভিযানে তৃণমূলকর্মীরা। ৩ তারিখের আগেই বাসগুলি দিল্লিতে পৌঁছে যাওয়ার কথা রয়েছে।

abhishek banerjee delhi West Bengal tmc Mamata Banerjee
Advertisment