scorecardresearch

৭২-এর মোদীকে ভীষণ কড়া চ্যালেঞ্জ ৩৬-এর অভিষেকের!

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া তোপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Abhisek challenged pm modi on trinamoole nabaojowar campaign
অভিষেকের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন হত শনিবারই। সেই ঝক্কি সামলে ফের অভিষেক ফিরেছেন ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে। বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের সেই কর্মসূচির মঞ্চ থেকে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা তৃণমূলের যুবরাজের। জোড়াফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তোপের মুখে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে আদালতে দারুণ লড়াই চালিয়ে যাচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আইনি এই লড়াইয়ের পাশাপাশি তিনি জারি রেখেছেন রাজনৈতিক কর্মসূচিও। গরু ও কয়লা পাচার নিয়ে ফি দিন তাঁকে তুলোধনা করেন বিজেপি নেতারা। এরাজ্যে সভা করতে এলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই দুই কেলেঙ্কারি নিয়ে আক্রমণ শানিয়েছেন অভিষেককে।

আরও পড়ুন- নদী-সমুদ্রে জাল ফেলা বারণ, দিঘার বাজারে মাছের দামে আগুন, সমস্যায় পর্যটকরাও

এবার পালা অভিষেকের। তবে এবার তৃণমূল শীর্ষ নেতার তোপের মুখে খোদ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ”মানুষের দরবারে আসুন। মানুষ যদি তৃণমূলকেই চায়, তবে মোদী সিবিআই-ইডি লাগিয়েও আমার কেশাগ্র স্পর্শ করতে পারবেন না।” প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরও বলেন, ”আমার বয়স ৩৬। প্রধানমন্ত্রী ৭২। আমার দ্বিগুণ বয়সেও আমার সঙ্গে লড়াই করতে চাইলে আসুন না। মানুষ যদি তৃণমূলকেই চায় আপনি কিছু করতে পারবেন না।”

যদিও বিজেপি অবশ্য অভিষেকের এই আক্রমণকে বিশেষ আমল দিতে নারাজ। দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচর্যের কথায়, ”হতাশা ও আতঙ্ক থেকেই এই সব কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় ওঁকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।”

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Abhisek challenged pm modi on trinamoole nabaojowar campaign