Advertisment

২ বছর বয়সেই রাজনীতিতে অভিষেক, ভাইপো নিয়ে তোলপাড় ফেলা তথ্য শোনালেন মমতা!

অভিষেককে নিয়ে বহু অজানা তথ্য প্রকাশ্যে আনলেন মমতা বন্দ্যেপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
abhisek starts politics in age of 2 says mamata

ভাইপোকে নিয়ে বহু অজানা তথ্য সামনে আনলেন মমতা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার বহু অজানা তথ্য প্রকাশ্যে আনলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায়। শুক্রবার 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচির শেষ দিনে দক্ষিণ ২৪ পরগনার নামখানায় সভা করে তৃণমূল। সেই সভায় মমতা-অভিষেক দু'জনেই হাজির ছিলেন। সেখানেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিয়ে বহু অজানা তথ্য সামনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

তৃণমূল সুপ্রিমোর কথায়, '২ বছর বয়স থেকে রাজনীতি করে অভিষেক। '৯০ সালে সিপিএম আমাকে মেরেছিল। আমি হাসপাতাল থেকে মার খেয়ে বাড়ি ফিরেছিলাম। ২ বছরের অভিষেক মায়ের কোলে বসে আমি যা যা বলেছি সব মন দিয়ে শুনেছে। তার পরের দিন থেকে ঝাণ্ডা নিয়ে বলেছে, সিপিএম কেন মারল জবাব দাও। তখন থেকেই ও মিছিলে থাকত। ও ২ বছর বয়স থেকে রাজনীতি করে।'

আরও পড়ুন- যুগান্তকারী পদক্ষেপ হাইকোর্টের! বাড়ানো হল বিরোধী প্রার্থীদের মনোনয়ন পেশের সময়সীমা

এদিন ভাঙড়ের সন্ত্রাস নিয়েও মুখ খুলেছেন তৃণমূলনেত্রী। তবে ভাঙড়-কাণ্ডে তাঁর দলের দায় নেই বলে আবারও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চূড়ান্ত গণ্ডগোল চলে ভাঙড়ে। ভাঙচুর, সংঘর্ষ, আগুন, বোমাবাজি, গুলি বাদ যায়নি কিছুই। অশান্ত ভাঙড়ে গতকালই তিনজন খুন হয়েছেন বলে দাবি। বিরোধীদের অভিযোগ, ভাঙড় অশান্ত করেছে তৃণমূল। যদিও শাসকদল গোটা ঘটনার দায় বিরোধীদের উপরেই চাপিয়েছে। শুক্রবার সন্ত্রাস-বিধ্বস্ত ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনীর আসা আটকাতে ‘মাস্টারপ্ল্যান’? রাজ্যের ‘তুলকালাম’ পদক্ষেপ জোর চর্চায়

শুক্রবার নামখানায় 'তৃণমূলের নবজোয়ার'-এর সভা-মঞ্চ থেকে ভাঙড়ের সন্ত্রাস নিয়ে মুখ খুলেছেন তৃণমূলনেত্রী। নাম না করে ভাঙড়ের আইএসফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, 'বিজেপির টাকায় ভাঙড়ে অশান্তি। সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে রাজ্য সরকার। এক জন বিধায়কের বড়-বড় কথা।'

panchayat election 2023 abhishek banerjee West Bengal bengal panchayat election 2023 Mamata Banerjee
Advertisment