Advertisment

৩ তির, রাজ্যপালকে চাপে রাখতে কী বললেন অভিষেকরা?

এই বৈঠকের পরই দিল্লির পথে সিভি আনন্দ বোস।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banarjee and other TMC leaders raised three questions before the Governor CV Ananda Bose for Bengals dues recovery , বাংলার বকেয়ার দাবিতে রাজ্যপালকে তিনটি প্রশ্ন ছুড়লেন অভিষেক সহ তৃণমূল নেতৃত্ব

রাজ্যপাল শিভি আনন্দ বোস, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২০ মিনিটেই শেষ হল বহু প্রতিক্ষিত রাজ্যপাল-অভিষেক বৈঠক। এই সময়কালেই সিভি আনন্দ বোসের উদ্দেশে তিনটি চোখা চোখা বাক্যবাণ ছুড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জোড়-ফুলের বিশ্বাস এতেই চাপে পড়বেন রাজ্যপাল। তৃণণূলের দাবি মত বাংলার বকেয়ার জন্য দরবার করবে মোদী সরকারের কাছে। আর তাতে কাজ না হলে বাংলার প্রতি যে কেন্দ্র প্রতিহিংসাপরায়ণ তা প্রমাণে মরিয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

Advertisment

রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর হাতে একটি স্মারকলিপি তুলে দিয়েছে তৃণমূল। সেখানে ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে উদ্ভূত সমস্যা এবং তাঁদের দাবি বিস্তারিত ভাবে জানানো হয়েছে। ওই স্মারকলিপিতেই তিনটি প্রশ্ন তুলছেন অভিষেকরা।

কী কী প্রশ্ন?

তৃণমূলের দাবি বাংলার ২১ লক্ষের বেশি মানুষ ১০০ দিনের কাজ করেও তাঁদের হকের টাকা পাননি। সেই অর্থ কেন্দ্রের থেকে আদায়ে তদারকি করুক রাজ্যপাল। এই প্রসঙ্গে তিনটি প্রশ্ন রাজ্যপালের কাছে রেখেছে তৃণমূল। যেগুলো হল…

১) এটা কি ঠিক নয় যে, ২০২১-২২ অর্থবর্ষে ১০০ দিনের কাজে বাংলার ২১ লাখের বেশি মানুষ শ্রম ও সময়দান করেও তাঁদের হকের পারিশ্রমিক পাননি? দু'বছর পরেও…

২) সব শর্ত ও নিয়ম মেনেই বাংলার এইসব বঞ্চিত মানুষগলো কাজ করেছেন। কেন তাহলে দু'বছরের বেশি সময় ধরে তাঁদের প্রাপ্য আটকে রাখা হল? কেনইবা কেন্দ্রীয় সরকার এঁদের অস্বিত্ব অস্বীকার করছে?

৩) ১০০ দিনের কাজ প্রকল্পের ২ নং শিডিউলের ২৯ নম্বর ধারায় সাফ বলা রয়েছে যে, শ্রমিকরা মাস্টার রোল শেষের ১৫দিনের মধ্যে পারিশ্রমিক পাবেন। অন্যথায় ১৬তম দিন থেকেই প্রত্যহ ০.০৫ শতাংশ হারে সুদ যুক্ত হবে। এই অনুসারে পারিশ্রমিক না পাওয়া মানুষগুলো শুধু তাঁদের বিগত ২ বছরের পারিশ্রমিকই নয়, সেই অর্থ সুদ সহ পাওয়ার অধিকারী। তাহলে কী কেন্দ্রীয় সরকার বাংলার এই গরিব মানুষগুলোকে তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন না?

তৃণমূল সূত্রে খবর, ২৪ ঘণ্টার মধ্যে বকেয়া টাকা নিয়ে তিনি পদক্ষেপ করবেন বলে এদিনের বৈঠকে কথা দিয়েছেন রাজ্যপাল বোস। রাজ্যপালও বিবৃতিতে জানিয়েছেন, তিনি তৃণমূলের প্রতিনিধি দলকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দিয়েছেন।

tmc bjp abhishek banerjee cv ananda bose
Advertisment