নিয়োগ দুর্নীতি মামলায় এবার লিপস অ্যান্ড বাউন্ডসের চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও-র সম্পত্তির হিসাব জানাতে চাইল আদালত। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, ২১ সেপ্টেম্বরের মধ্যে ইডি'কে এই নিয়ে রিপোর্ট পেশ করতে হবে আদালতে। শুধু অভিষেক নয়, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় অন্য ডিরেক্টরদেরও সম্পত্তির হিসাবও জানতে বলা হয়েছে। ইতিমধ্যেই অভিষেক দু-দুবার স্পষ্ট করেছেন যে তিনিই লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও। ইডি সূত্রে খবর, ওই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়।
বৃহস্পতিবার বিচারপতি সিনহার নির্দেশ মোতাবেক, লিপস অ্যান্ড বাউন্ডসের সকল ডিরেক্টরদের সম্পত্তির বিবরণ, সংস্থার সংগঠনের স্মারকলিপি, সংস্থার রেজিস্ট্রেশন তারিখ জানাতে হবে ইডি-কে।
আগে লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'।
আরও পড়ুন- অভিষেক ও তাঁর পরিবারের কোথায় কত সম্পত্তি? জানতে চাইল ইডি, সূত্রের খবর চর্চায়!
পাশাপাশি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীর। কাঠগড়ায় ছবির প্রযোজক সংস্থাও। তাদেরও সম্পত্তির খতিয়ান ইডি-কে পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
ইতিমধ্যেই শোনা যাচ্ছে, অভিষেকের পরিবারের কোথায় কত সম্পত্তি তা জানতে চেয়েছে ইডি। এর আগে একটি মামলার তদন্তের সময় অভিষেকের সম্পত্তির হিসাব চেয়েছিল সিবিআই।
বুধবার ৯ ঘন্টা পর ইডি অফিস থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে, তাঁর বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন। তাঁর চ্যালেঞ্জ 'নিয়োগ দুর্নীতির ১০ পয়সাও লিপস অ্যান্ড বাউন্ডসে ঢুকে থাকলে তা প্রমাণ করে দেখাক ইডি।' আয় ব্যায়ের হিসাব তিনি কেন্দ্রীয় এজেন্সিকে একাধিকবার দিয়েছেন বলেও জানিয়েছিলেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'।