Advertisment

Abhishek Banerjee: দুর্নীতি করলে রেয়াত নয়, বাংলা কাঁপানো বার্তা অভিষেকের, সরাসরি অভিযোগে এবার হবে পর্দাফাঁস

২০২৬ -এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্নীতি ইস্যুতে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে আসরে নেমে পড়লেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'।

author-image
IE Bangla Web Desk
New Update
Ek Daake Abhishek number,Abhishek Banerjee,Avisheek Banerjee,TMC,anti-corruption helpline,Ek Daake Abhishek"

২০২৬ -এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্নীতি ইস্যুতে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে আসরে নেমে পড়লেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'।

Abhishek Banerjee: দুর্নীতির বিরুদ্ধে এবার কড়া হুঁশিয়ারির বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। ২০২৬ -এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্নীতি ইস্যুতে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে আসরে নেমে পড়লেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'। এদিন নিজের সাংসদীয় এলাকা ডায়মন্ডহারবারে এক পর্যালোচনা সভার আয়োজন করেন তিনি। সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা করেন তাঁর নম্বরে খোলা হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল। যেখানে সাধারণ মানুষ অভাব- অভিযোগের কথা সরাসরি জানাতে পারবেন। পাঠাতে পারবেন ছবি-ভিডিও। দুর্নীতির বিরুদ্ধে দল যে 'জিরো টলারেন্স নীতি' দল গ্রহণ করছে সেই বিষয়েও দেওয়া হয়েছে স্পষ্ট বার্তা। যিনি অভিযোগ করবেন তাঁর পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ।

Advertisment

এদিন সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে অভিষেক বলেন, 'এক ডাকে অভিষেক' ফোন নম্বরে খোলা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল। যেখানে দলের কোন নেতা যদি দলীয় পদকে ব্যবহার করে ভয় দেখায় বা টাকা চায়, সেক্ষেত্রে সরাসরি ভিডিও রেকর্ড করে বা ছবি তুলে পাঠানো যাবে। এরপর সেই ভিডিও পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হবে। পুলিশ অভিযোগের সত্যতা যাচাই করবে। অভিযোগকারীর করা অভিযোগ সত্য প্রমাণিত হলে মিলবে পুরষ্কারও। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত আইনানুগ ব্যবস্থা নেবে ৷

সূত্রের খবর, বৈঠকের মধ্যেই বেশ কতগুলি জায়গা থেকে আসা অভিযোগকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল সেনাপতি। বহু ক্ষেত্রে দলীয় পদ বা ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন কাজে বাধা দেওয়া ভয় দেখানো হচ্ছে। নেতাদের এমন আচরণ দলকে সমস্যায় ফেলছে বলেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এদিনের বৈঠকেই তিনি সিদ্ধান্ত নেন ডায়মন্ডহারবার সংসদীয় এলাকার জন্য চালু করা হবে 'অ্যান্টি করাপশন হেল্পলাইন নম্বর'।

RG KAR NEWS- < RG Kar Incident: পুলিশ-আন্দোলনকারীদের বচসার জেরে ধুন্ধুমার, চরম উত্তেজনা আরজি কর হাসপাতালে >

দলীয় সূত্রে জানা গিয়েছে, আজকের বৈঠকে মূলত সাতগাছিয়া, মহেশতলা এলাকা থেকে দলের নেতাদের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ আসছে তা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশের পাশাপাশি দলীয় নেতাদের এহেন আচরণ কোন ভাবেই বরদাস্ত করা হবে তার সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। অ্যান্টি করাপশন হেল্পলাইন নম্বরে আসা প্রতিটি অভিযোগের ক্ষেত্রে পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও এদিন জানান যুবরাজ। তবে কেউ স্রেফ মজা করা জন্য এধরণের কোন কাজ করলে সেক্ষেত্রে তাকেও রেয়াত করা হবে না বলে সাফ জানান অভিষেক।

tmc abhishek banerjee
Advertisment