Abhishek Banerjee challenged CBI On Sandeshkhali Case: বসিরহাটে নির্বাচনী জনসভায় গিয়ে এবার সিবিআইকে সন্দেশখালির ঘটনা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন কেন এখনও শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারকে সিবিআই নিজেদের হেফাজতে নেয়নি? সন্দেশখালি নিয়ে বিজেপির কি উদ্দেশ্য ছিল তা-ও খোলাসা করলেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'। পাশপাশি বসিরহাটে দাঁড়িয়ে তিনি বিজেপিকে আরেক চ্যালেঞ্জ ছু়ঁড়ে জানিয়ে দিয়েছেন, এবার কত ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জিতবে।
এর আগে সন্দেশখালিতে জনসভা করার কথা ছিল তৃণমূল কংগ্রেসের। পরিবর্তে দেখা গিয়েছে ব্রিগেড ময়দানে গত ১০ মার্চ তৃণমূল কংগ্রেস জনসভা করে। সন্দেশখালি না গেলেও বুধবার বসিরহাটে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়। ওই সভাতেই উঠে এল তাঁর গলায় সন্দেশখালির কথা। তিনি নাম নিলেন শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার।
এদিন অভিষেক বলেন, 'সন্দেশখালি নিয়ে এত কথা বলেছে। তৃণমূলের পঞ্চায়েত প্রতিনিধিরা কোনও দুর্ব্যবহার করলে রেয়াত করি না। শেখ শাহজাহানকে সিবিআই, ইডি গ্রেফতার করেনি মমতা বন্দ্যেপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে। সুদীপ্ত সেনকেও সিবিআই, ইডি নয়, মমতা বন্দ্যেপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে। পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিককে দল থেকে বের করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ৩৪ বছরে সিপিএমের কোনও নেতা গ্রেফতার হয়েছি কি? বিজেপি ১৭টা রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে কোনও বিজেপি নেতা গ্রেফতার হয়েছে কি?' নারী সুরক্ষা, নারীর সম্মান নিয়ে বিজেপি নেতাদের কার্যকলাপকে তুলোধোনা করেন তিনি।
সন্দেশখালি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিষেকে নাম নেম শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকেও একহাত নেন অভিষেক। তিনি বলেন, 'নারী নির্যাতন নিয়ে কোনও অভিযোগ পেলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকায়। যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছে, আজ ১৫ দিন হয়ে গেল উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরাকে সিবিআই কি নিজেদের হেফাজতে নিয়েছে? নেয় নি। বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয়, বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিক ভাবে দুর্বল করা। শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দার পুলিশ হেফাজতে আছে। কিন্তু সিবিআই নেয়নি কেন? আমি বলার চার দিন পরে সিবিআই হেফাজতে চাইতে পারে। যেদিন থেক শেখ শাহজাহান গ্রেফতার হয়নি ততদিন গেলেও এখন কেন সংবাদ মাধ্যম বা রাজনৈতিক নেতৃত্ব সেখানে না যাচ্ছেন না। সন্দেশখালি যাওয়ার অন্য উদ্দেশ্য ছিল।'
সন্দেশখালিতে মহিলাদের আন্দোলনের জন্য পুলিশ প্রশাসনের নাজেহাল দশা হয়েছিল। সেখানে ছুটতে হয়েছিল তৎকালীন রাজ্য পুলিশের প্রধান রাজীব কুমারকে। ছুটেছিলেন তৃণমূলের শীর্ষ নেতা ও মন্ত্রীরা। সাধারণের অভিযোগ গ্রহণ করার জন্য গ্রামে গ্রামে পৃথক পৃথক শিবির করতে হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সাধারণ মানুষের জোরদার আন্দোলনের জেরে অভিযুক্ত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতার করতে একপ্রকার বাধ্য হয়েছে পুলিশ।
এদিন বসিরহাটে দাঁড়িয়ে বিজেকে ডায়মন্ড হারবারে জয়ের পার্থক্য নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক। তিনি বলেন, 'এবার ডায়মন্ড হারবারে বিজেপিকে ৪ লক্ষ ভোটের ব্যবধানে হারাব। এখানেও ৪ লক্ষ ব্যবধানে হারবে বিজেপি। বিজেপির প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে। ওদের গঙ্গার জলে ভাসিয়ে দিল্লিতে গ্যারেজ করে পাঠাবো।'