Advertisment

বকেয়া আদায়ে 'মিশন দিল্লি'তে অনড় অভিষেক! চেয়েও ট্রেন না পেয়ে বিকল্প পথেই অভিযান

বকেয়া আদায়ে 'মিশন দিল্লি'তে অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhisek Banerjee will hold programme at Diamond Harbour on DYFI Brigade Rally date

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বকেয়া আদায়ে 'মিশন দিল্লি'তে অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র ট্রেন না দিলেও 'কুছ পরোয়া নেহি' অ্যাটিটিউড। বাসেই দিল্লি-যাত্রা তৃণমূলের। সূত্রের খবর, আগামী মঙ্গলবার দিল্লির কর্মসূচির জন্য প্রায় শ'খানেক বাস ভাড়া নিয়েছে তৃণমূল। শনিবার সেই বাসে চেপেই দিল্লির উদ্দেশে রওনা তৃণমূলকর্মীদের। বিশেষ ট্রেন চেয়েও না পাওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত তত্ত্ব খাড়া করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

পশ্চিমবঙ্গের বকেয়া টাকা আদায়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খাস রাজধানীতেই বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল। আগামী মঙ্গলবার দিল্লিতে যন্তর-মন্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। এই কর্মসূচির নেতৃত্বে রয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বকেয়া আদায়ে 'মিশন দিল্লি'তে অনড় অভিষেক।

রেল বিশেষ ট্রেন না দিলেও কর্মসূচি বাতিল হবে না, শুক্রবারই সেই বার্তা দিয়েছেন তৃণমূলের যুবরাজ। 'দিল্লি চলো'র আগে বিজেপিকে নিশানা করেন তৃণমূল সাংসদ। 'তৃণমূলকে আটকাতে পরিকল্পিত চক্রান্ত।' বলেছেন অভিষেক। রেল বিশেষ ট্রেন না দিলেও থমকাচ্ছে না ঘাসফুল। সূত্রের খবর, দিল্লি যাত্রার জন্য প্রায় শ'খানেক বাস ভাড়া করেছে জোড়াফুল। সেই বাসগুলিতেই কর্মীদের নিয়ে দিল্লি পৌঁছোবেন অভিষেক।

আরও পড়ুন- আরও বাড়বে দুর্যোগ! তুমুল বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? আবহাওয়ার উন্নতি কবে?

এদিকে, তৃণমূলের এই 'মিশন দিল্লি' কর্মসূচি নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য এদিন সংবাদমাধ্যমে বলেন, "ট্রেন দিল না নয়, তৃণমূলই ট্রেন নিল না। ভিনরাজ্যে তৃণমূলী সংস্কৃতি নেই।"

আরও পড়ুন- মর্মান্তিক! লোধা নাবালককে পিটিয়ে মারার হৃদয়স্পর্শী একাহিনী চোখে জল আনবে!

অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, " ট্রেন চেয়ে পাওয়াটা উচিত ছিল। বিরোধীদের ক্ষেত্রে এরা অন্য অবস্থান নেন। এটা গণতন্ত্রের পক্ষে সুস্থ লক্ষ্মণ নয়। রেল বলছে ২৩ সেপ্টেম্বরের আগে পর্যন্ত তৃণমূলের তরফে আবেদনই আসেনি। আর একটু সচেতন হওয়া ছিল তৃণমূলের। নাকি, যাবেন না এটাই ঠিক ছিল। লোক জোটাতে পারবেন না ভেবেছিলেন। তবে বাসের যাত্রা খারাপ কিছু নয়। তৃণমূল তো বলেছিল ১০ লক্ষ লোক যাবে। পরে বলল ৫০ হাজার। এখন তো দেখছি এক দেড় হাজার লোক হবে কিনা সন্দেহ।"

delhi West Bengal Railway Ministry tmc Mamata Banerjee
Advertisment